কলকাতায় এসে ইডেন নিয়ে নস্টালজিক লয়েড

People's Reporter: ১২ জানুয়ারি পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনাল। সেখানেই প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন লয়েড।
ক্লাইভ লয়েড
ক্লাইভ লয়েড
Published on

কলকাতায় এলেন ১৯৭৫ আর ১৯৭৯ সালে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড। কলকাতায় এসে বেশ নস্টালজিক হয়ে পড়লেন তিনি।

এদিন লয়েড জানালেন, "কলকাতার মানুষ খুব ক্রীড়াপ্রেমী। সেটা ফুটবল হোক বা ক্রিকেট। খেলাকে এখানে সবাই খুব ভালোবাসে। আমরা যখন ইডেন থেকে খেলে ফিরতাম তখন রাস্তার দুই ধারে অনেক মানুষ আমাদের দেখার জন্য দাঁড়িয়ে থাকতেন। এটা থেকেই বোঝা যায় এখানে মানুষের খেলার প্রতি আবেগ কতটা। অনেক ক্রিকেটারের যাত্রাপথ শুরু হয়েছে এখান থেকেইক।'

প্রিন্স অফ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এদিন তিনি বলেন, 'সৌরভ দারুন একজন ক্রিকেটার, সেইসঙ্গে ভালো অধিনায়কও।'

ভারতীয় ক্রিকেট দল নিয়ে তিনি বলেন , 'ভারতীয় ক্রিকেট দল একদিনের ক্রিকেটে একটা অন্য উচ্চতায় উঠছে। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছে।'

সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে হতাশ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেন, 'আমরা বিশ্বকাপ জেতার পরে ওয়েস্ট ইন্ডিজ আর বিশ্বকাপ পায়নি। এটা মেনে নেওয়া যায় না।'

১২ জানুয়ারি পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনাল। সেখানেই প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন লয়েড। তারজন্যই এই কলকাতা সফর ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ীর। প্রায় ৮ বছর পর তাঁর কলকাতায় পা রাখা। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় ম্যাচ দেখেছিলেন। ১৯৮৩ বিশ্বকাপে এই লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জেতে কপিলদেবের ভারত। ক্লাইভ লয়েড টেস্টে সর্বাধিক রানের নিরিখে নিজের কেরিয়ারের চতুর্থ সর্বোচ্চ রানটা তোলেন এই ইডেনেই। ১৯৮৩ সালে কলকাতায় ২৯০ বল খেলে ১৬১ রানে অপরাজিত ইনিংস খেলেন এই কিংবদন্তি ক্যারিবিয়ান।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in