কাউন্টিতে পারফর্ম্যান্সের জেরে টেস্ট দলে পূজারা, টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে ডাক পেলেন উমরান মালিক

তবে টেস্ট দলে জায়গা হয়নি আজিঙ্কে রাহানের। এমনকি দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ১৭ জনের জায়গায় স্থান পেয়েছেন কেএস ভরত। ব্রাত্য থাকলেন বাংলার ঋদ্ধিমান সাহা।
উমরান মালিক
উমরান মালিকফাইল ছবি

কাউন্টিতে অনবদ্য পারফর্ম্যান্স। তার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিলেন চেতেশ্বর পূজারা। তবে জায়গা হয়নি আজিঙ্কে রাহানের। এমনকি দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ১৭ জনের জায়গায় স্থান পেয়েছেন কেএস ভরত। ব্রাত্য থাকলেন বাংলার ঋদ্ধিমান সাহা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে দুরন্ত প্রদর্শনের জেরে প্রথমবার ডাক পেলেন উমরান মালিক, আর্শদীপ সিং।

গতবছর করোনার জন্য ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট বাতিল হয়েছিল। টিম ইন্ডিয়ার আসন্ন ইংল্যান্ড সফরে স্থগিত হয়ে যাওয়া সেই পঞ্চম টেস্ট ম্যাচটি নতুন করে আয়োজিত হবে। একমাত্র টেস্ট ম্যাচটির জন্য রবিবার দল ঘোষণা করেছে বিসিসিআই।

৯ জুন অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহকে এই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। পরিবর্তে আইপিএলের ফর্মের জেরে ডাক পেয়েছেন অনেক নতুন মুখ। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও প্রসিধ কৃষ্ণা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াড: লোকেশ রাহুল(অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত(সহ অধিনায়ক, উইকেটরক্ষক), দীনেশ কার্তিক(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেস খান, আর্শদীপ সিং, উমরান মালিক।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in