আর্সেনালকে হারিয়ে সহজ জয় চেলসির, বুন্দেশলিগায় জয় পেলো বায়ার্ন

আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানার্সদের ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের ছাত্ররা। অন্যদিকে টান টান উত্তেজনার ম্যাচে এফসি কোলনের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে বাভেরিয়ানরা।
আর্সেনালকে হারিয়ে সহজ জয় চেলসির, বুন্দেশলিগায় জয় পেলো বায়ার্ন
ছবি চেলসির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

আর্সেনালকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো চেলসি। প্রিমিয়ার লীগে ব্লুজদের জয়ের রাতে বুন্দেশলিগায় প্রথম জয় পেলো জার্মান জায়ান্ট বায়ার্নমিউনিখ। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানার্সদের ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের ছাত্ররা। অন্যদিকে টান টান উত্তেজনার ম্যাচে এফসি কোলনের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে বাভেরিয়ানরা।

মরশুমের শুরুতেই ভিলারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ ঘরে তুলেছে ব্লুজরা। প্রিমিয়ার লীগের শুরুটাও করেছে দুর্দান্ত ভাবে। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে নাস্তানাবুদ করার পর দ্বিতীয় ম্যাচে আর্সেনালের বিরুদ্ধেও সহজ জয় তুলে নিয়েছে চেলসি।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় টুখেলরা। ১৫ মিনিটে রেসে জেমসের পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন ইন্টার ছেড়ে নিজের ঘরের ক্লাবে ফিরে আসা বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৩৫ মিনিটে। ম্যাসন মাউন্টের বাড়ানো পাস থেকে গোল করে ব্লুজদের হয়ে ব্যবধান বাড়ান রেসে জেমস। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে তিন পয়েন্ট গুছিয়ে নেয় চেলসি।

অন্যদিকে বুন্দেশলিগার চলতি মরশুমে জয়ে ফিরেছে জার্মান জায়ান্ট বায়ার্নমিউনিখ। বুরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিরুদ্ধে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেয় বাভেরিয়ানরা। এদিন দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্ট তুলে নিতে কোনো ভুল করেননি জুলিয়ান নাগালসম্যানের ছাত্ররা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি এবং ৫৮ মিনিটে জার্মান তারকা সার্জ জিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬০ মিনিটে অ্যান্থনি মডেস্টে এবং ৬২ মিনিটে মার্ক উথের গোলে সমতা ফিরে পায় কোলন। টান টান উত্তেজনার ম্যাচের ৭১ মিনিটে জশুয়া কিমিচের পাস থেকে বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি আসে সার্জ জিনাব্রির পা থেকে। জিনাব্রি-লেভনডস্কি নৈপুণ্যে তিন পয়েন্ট জিতে নেয় বাভেরিয়ানরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in