Chelsea: চাপের মুখে পড়ে চেলসি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত রাশিয়ান ধনকুবের রোমান অ্যাব্রামোভিচ-এর

রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের জেরেই সিদ্ধান্ত নিয়েছেন রুশ মালিক। সুইস ব্যবসায়ী হান্সজর্গ উইস সহ আরও তিন জনের কাছে চেলসি বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত।
রোমান অ্যাব্রামোভিচ
রোমান অ্যাব্রামোভিচফাইল ছবি সংগৃহীত

ইউরোপীয়ান ফুটবলে এক যুগের অবসান। চাপের মুখে পড়ে ফুটবল ক্লাব চেলসি বিক্রি করে দিচ্ছেন রাশিয়ান ধনকুবের রোমান অ্যাব্রামোভিচ। চলতি রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ মালিক। সুইস বিজনেসম্যান হান্সজর্গ উইস সহ আরও তিন জনের কাছে চেলসি বিক্রির প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত।

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রভাব ক্রীড়াক্ষেত্রে ব্যাপকভাবে পড়েছে। জানা গিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হওয়ার কারণে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে রুশ ব্যবসায়ী অ্যাব্রামোভিচকে। তাই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেই জানিয়ে দিয়েছেন ক্লাব বিক্রি করতে চলেছেন তিনি। রোমান আব্রাহামোভিচ জানিয়েছেন ক্লাব বিক্রির টাকা দিয়ে তিনি একটি সংস্থা তৈরি করবেন। সেই সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনবাসীদের সাহায্য করবে।

২০০৩ সালে চেলসির মালিকানা নেন অ্যাব্রামোভিচ। দীর্ঘ ১৯ বছরে তাঁর অধীনে ১৫ টি ট্রফি জিতেছে ব্লুজরা। যার মধ্যে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লীগ, দুটি চ্যাম্পিয়নস লীগ। অ্যাব্রামোভিচের হাত ধরেই ইউরোপীয়ন ফুটবলের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছে ব্লুজরা।

সুইশ ব্যবসায়ী হান্সজর্গ উইস বলেছেন, অ্যাব্রামোভিচ হলেন পুতিনের কাছের বন্ধু ও অন্যতম পরামর্শদাতা। তাই পুতিন ঘনিষ্ঠ অন্যদের মতো তিনিও চাপে আছেন। সেই কারণে ইংল্যান্ডে নিজের সমস্ত ভিলা বিক্রি করার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে চেলসিও দ্রুত বিক্রি করে দিতে চান আব্রাহামোভিচ। শুধু আমি নই, আরও তিন জনের কাছে চেলসি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in