Cesar Luis Menotti: ৮৫ বছরে পথ চলা শেষ, প্রয়াত আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ!

People's Reporter: রবিবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সকলকে খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে আর্জেন্টাইন কোচ সিজার লুইস মেনোত্তি আমাদের ছেড়ে চলে গেছেন।
সিজার লুইস মেনোত্তি
সিজার লুইস মেনোত্তিছবি - সংগৃহীত

প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনোত্তি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর প্রয়াণে গোটা ফুটবল জগত শোকস্তব্ধ।

যে কোচের মগজাস্ত্রে আর্জেন্টাইনরা প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল তিনি আর নেই। রবিবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'সকলকে খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে আর্জেন্টাইন কোচ সিজার লুইস মেনোত্তি আমাদের ছেড়ে চলে গেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন তিনি। বিদায় আমাদের প্রিয় কোচ'।

১৯৭৪ সালে মেনোত্তিকে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ করা হয়। ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফাইনালে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে ৩-১ গোলে ডাচদের পরাস্ত করেন মারিও কেম্পেসরা। ওই দলেরই কোচ ছিলেন মেনোত্তি।

মেনোত্তি নিজেও একজন ফুটবলার ছিলেন। স্ট্রাইকার হিসেবেই খেলতেন দলে। আর্জেন্টিনার হয়ে ১১টি ম্যাচও খেলেছিলেন মেনোত্তি। ক্লাব কেরিয়ারে রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়র্স এবং স্যান্টসে খেলেছেন। স্যান্টসে পেলের সাথেও বহু ম্যাচে খেলেছেন এই আর্জেন্টাইন কোচ।

মারাদোনার উত্থানও এই কোচের হাতেই বলা যেতে পারে। কারণ ১৯৭৯ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দলে মারাদোনাকে রেখেছিলেন মেনোত্তি। ওই বছর আর্জেন্টিনা যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।

সিজার লুইস মেনোত্তি
‘মেয়েরা হেরে গেল, জয়ী ব্রিজভূষণ’ - যৌন হেনস্থায় অভিযুক্তের ছেলেকে বিজেপির মনোনয়নে কুস্তিগীরদের ক্ষোভ
সিজার লুইস মেনোত্তি
বিশ্বকাপ যোগ্যতা অর্জনের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা স্টিমাচের, ব্রাত্য মোহনবাগান-মুম্বইয়ের ফুটবলাররা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in