লিভারপুলকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি

গতরাতে কারাবাও কাপের ম্যাচে মুখোমুখি হয় ইপিএলের দুই শীর্ষস্থানীয় ক্লাব ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। বিশ্বকাপ ফাইনালের চার দিনের মাথায় ম্যাচ পড়ে যাওয়ায় পূর্ণশক্তির দল নামাতে পারেনি দুই দলই।
লিভারপুল বনাম ম্যান সিটি
লিভারপুল বনাম ম্যান সিটিছবি সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের পর বল গড়িয়েছে ইউরোপীয়ন ফুটবলে। গতরাতে কারাবাও কাপের ম্যাচে মুখোমুখি হয় ইপিএলের দুই শীর্ষস্থানীয় ক্লাব ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। বিশ্বকাপ ফাইনালের চার দিনের মাথায় কারাবাও কাপের ম্যাচ পড়ে যাওয়ায় পূর্ণশক্তির দল নামাতে পারেনি দুই দলই। তবে শক্তিতে এগিয়ে ছিল গার্দিওলার সিটিজেনরাই। কারণ বিশ্বকাপ খেলে ফেরা ডি ব্রুইন, লাপোর্তে, গুন্দোগানদের পেয়েছিল তারা। শেষ হাসি হেসেছে সিটিই। চতুর্থ রাউন্ডের ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্কাই ব্লুজরা।

কাতার বিশ্বকাপে বঞ্চিত ছিলেন আর্লিং হলান্ড, মহম্মদ সালাহ, রিয়াদ মাহারেজরা। তাঁদের দেশ সুযোগ পায়নি বিশ্বকাপ খেলার। ক্লাব ফুটবলে বল গড়াতেই গোল পেলেন এই তিন তারকা। খেলা শুরুর দশ মিনিটেই এদিন আর্লিং ব্রুট হলান্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিক সিটি। তবে ২০ মিনিটের মাথায় ফ্যাবিও কার্ভালহোর গোলে সমতা ফিরে পায় অলরেডসরা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সাথে সাথে ফের একবার এগিয়ে যায় গার্দিওলার দল। রদ্রির পাস থেকে গোল করেন রিয়াদ মাহারেজ। এর ঠিক পরের মিনিটেই সমতা ফিরে পায় য়ুর্গেন ক্লপের দল। ৪৮ মিনিটে ডারউইন নুনেজের পাস থেকে গোল করেন মহম্মদ সালাহ। ৫৮ মিনিটে সিটির হয়ে জয়সূচক গোলটি করেন নাথান আকে।

সিটি ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুল আর সমতা ফেরাতে পারেনি। পুরো ম্যাচেই লিভারপুলের ওপর দাপট দেখায় সিটি। লিভারপুল বিশ্বকাপের পর পূর্ণশক্তির দল না পাওয়ায় সেভাবে জ্বলে উঠতে পারলো না। যদিও সালাহরা জয়ের জন্য লড়াই করেছে শেষ মিনিট পর্যন্ত। এতিহাদে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার সিটি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in