
মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। রবিবার মেগা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারালেই ইতালি এবং ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের ইতিহাসে মোট ছ'টি দল পরপর দু' বার ফাইনালে খেলেছে। ১৯৩৪ এবং ১৯৩৮ সালে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলে ইতালি। ১৯৫৮ সালে এবং ১৯৬২ সালে পরপর দু'বার ফাইনাল খেলে ব্রাজিল। এরপর ১৯৯৪ সালে, ১৯৯৮ সালে এবং ২০০২ সালে পরপর তিনবার ফাইনালে উঠেছিল সেলেকাওরা। নেদারল্যান্ডস ১৯৭৪ সালে এবং ১৯৭৮ সালে টানা দু'টি বিশ্বকাপের ফাইনালে ওঠে। জার্মানি ১৯৮২ সাল, ১৯৮৬ সাল এবং ১৯৯০ সালে টানা তিনবার ফাইনাল খেলে। আর্জেন্টিনা পরপর ১৯৮৬ সালে এবং ১৯৯০ সালে ফাইনাল খেলে। এবার এই পাঁচ দেশের সাথে যোগ হলো আরও একটি নাম। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স।
এর আগে পাঁচটি দেশ পরপর দু'বার বিশ্বকাপের ফাইনাল খেললেও পরপর দু'বার শিরোপা জিতেছে কেবল ইতালি এবং ব্রাজিল। ১৯৩৪ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে চেকোশ্লোভিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ইতালি। ১৯৩৮ সালে পরের বিশ্বকাপে হাঙ্গেরীকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের নজির গড়েছিল আজ্জুরিরা। পাশাপাশি, ১৯৫৮ সালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। পরের আসরে ১৯৬২ সালে চেকোশ্লোভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালির রেকর্ডে ভাগ বসায় ব্রাজিল।
ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর কেটে গেছে দীর্ঘ ৬০ বছর। এরপর আর কোনো দল পরপর দু'বার বিশ্বকাপ খেতাব ঘরে তুলতে পারেনি। ফ্রান্সের সামনে এবার সুবর্ণ সুযোগ ইতালি এবং ব্রাজিলের পাশে নিজেদের নামটি জুড়ে দেওয়ার। এছাড়াও কোচ হিসেবে দিদিয়ের দেশঁও রয়েছেন রেকর্ডের দোরগোড়ায়। ইতালির ভিত্তোরিও পোজ্জোর (১৯৩৪, ১৯৩৮) পর দ্বিতীয় ম্যানেজার হিসেবে দিদিয়ের দেঁশ কাছে সুযোগ থাকছে ম্যানেজার হিসেবে পরপর দুইবার বিশ্বকাপ জেতার।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন