

২০১০ সালের পর আবার ইতালিয়ান লীগ সিরি আ ঘরে তুলেছে ইন্টার মিলান। তবে ইন্টারকে স্কুডেটো জিতিয়ে বিদায় নিয়েছেন আন্তোনিয়ো কন্তে। এবার কন্তের জায়গায় ইন্টারের নতুন ম্যানেজার হিসেবে আসছেন সিমোনে ইনজাঘি। দুই বছরের চুক্তিতে ইনজাঘির কাঁধে দলের দায়িত্ব তুলে দিয়েছে ইন্টার।
ইন্টার মিলানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "এফসি ইন্টারনাজিওনালে মিলানো প্রথম দলের নতুন কোচ হিসেবে সিমোনে ইনজাঘিকে স্বাগত জানাবে। এই ইতালিয়ান ম্যানেজার নেরাজ্জুরিদের সাথে দু'বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।"
ইতালিয়ান ক্লাব লাজিওতে দীর্ঘ ২২ বছর কাটিয়েছেন ইনজাঘি। ১৯৯৯ সালে লাজিওর হয়ে খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে ইনজাঘির। ক্লাবের হয়ে জিতেছেন লীগ টাইটেল এবং উয়েফা কাপ। অবসর নেওয়ার পরে লাজিওর বয়স ভিত্তিক দলের দায়িত্ব নেন। এরপর ২০১৬ সালে লাজিওর মূল দলের ম্যানেজারের দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁকে। লীগ টাইটেল না জিতলেও ম্যানেজার হিসেবে ইনজাঘির ঝুলিতে রয়েছে সুপারকোপা ইতালিয়ানা এবং কোপা ইতালিয়া।
স্বপ্নের স্কুডেটো জেতানোর পরেও ইন্টারের সঙ্গে মতবিরোধ বাঁধে কন্তের। করোনা মহামারীর কারণে অন্যান্য ক্লাব গুলির মতো ইন্টারও ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্লাব কর্তৃপক্ষ কিছু খেলোয়াড়কে ছেড়ে অর্থ সংকট মেটাতে চায়। যা মেনে নিতে পারেননি কন্তে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন