BWF World Championships: শেষ ষোলোতে অর্জুন-ধ্রুব জুটি, ২য় রাউন্ডেই ছিটকে গেলেন অশ্বিনী-এন রেড্ডি

পুরুষদের ডাবলসের অষ্টম বাছাই জুটিকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছালেন ধ্রুব কপিলা এবং এমআর অর্জুন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ সংস্করণের ব্রোঞ্জ পদক বিজয়ী ডেনমার্কের জুটিকে স্ট্রেট সেটে হারান ভারতীয় জুটি।
শেষ ষোলোতে অর্জুন-ধ্রুব জুটি
শেষ ষোলোতে অর্জুন-ধ্রুব জুটিছবি BWF-র ট্যুইটার হ্যন্ডেল

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ধ্রুব কপিলা এবং এমআর অর্জুন। বুধবার পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় জুটি পরাজিত করলেন ডেনমার্কের অ্যান্ডার্স রাসমুসেন এবং কিম অ্যাস্ট্রুপকে।

একইদিনে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন মহিলা ডবলস জুটি অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি। দ্বিতীয় রাউন্ডে চীনা প্রতিপক্ষ চেন কুইং চেন এবং জিয়া ই ফানের কাছে স্ট্রেট সেটে হারলেন ভারতের এই জুটি।

পুরুষদের ডাবলসের অষ্টম বাছাই জুটিকে হারিয়ে বুধবার শেষ ষোলোতে পৌঁছালেন ধ্রুব কপিলা এবং এমআর অর্জুন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ সংস্করণের ব্রোঞ্জ পদক বিজয়ী ডেনমার্কের জুটিকে স্ট্রেট সেটে হারালেন ভারতীয় জুটি। ৪০ মিনিটের লড়াইয়ে ধ্রুব এবং অর্জুনের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৬।

ধ্রুব-অর্জুন দ্বিতীয় রাউন্ডে নামার আগেই অবশ্য বড় ধাক্কা খায় ভারত। মহিলাদের ডবলসে স্ট্রেট সেটে পরাজিত হয়ে ছিটকে যান অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি। চীনা প্রতিপক্ষদের সামনে এদিন দাঁড়াতেই পারেননি তাঁরা। ১৫-২১, ১০-২১ ব্যবধানে স্ট্রেট সেটে হারতে হয় ভারতের জুটিকে।

শুধু অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি জুটিই নয়, মহিলাদের ডবলসের অপর ম্যাচে পূজা সন্তোষ এবং সঞ্জনা হান্ডু হারের মুখ দেখেন। দক্ষিণ কোরিয়ার লি সো-হি এবং শিন সিয়ুং চান জুটির বিপক্ষে ১৫-২১, ৭-২১ ব্যবধানে স্ট্রেট সেটে হারেন তাঁরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in