Buldesliga: টানা নবম বার লীগ খেতাব জয় বায়ার্ন মিউনিখের

লাইপজিগের হেরে যাওয়ায় শিরোপা জয়ে বাধা ছিলোনা বাভেরিয়ানদের। তারপর মুনশেনগ্লাডবাখকে হাফ ডজন গোল দিয়ে খেতাব জয়ের আনন্দ আরও বাড়ালো হানসি ফ্লিকের দল। এই নিয়ে টানা ৯ বার বুন্দেশলিগা জিতলো বায়ার্ন।
Buldesliga: টানা নবম বার লীগ খেতাব জয় বায়ার্ন মিউনিখের
বায়ার্ন মিউনিখের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গতরাতে বুরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিরুদ্ধে মাঠে নামার আগেই শিরোপা জয়ে মাতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। লাইপজিগের হেরে যাওয়ায় শিরোপা জয়ে আর কোনো বাধা ছিলোনা বাভেরিয়ানদের। তারপর মুনশেনগ্লাডবাখকে হাফ ডজন গোল দিয়ে খেতাব জয়ের আনন্দ আরও বাড়ালো হানসি ফ্লিকের দল। এই নিয়ে টানা নবমবার বুন্দেশলিগা খেতাব জিতলো বায়ার্ন।

গতরাতে বুরুশিয়া মুনশেনগ্লাডবাখকে হাফ ডোজন গোল খাওয়ায় বায়ার্ন। এই ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করলেন পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি। ম্যাচের ২ মিনিটে, ৩৪ মিনিটে এবং ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেভা। এই হ্যাটট্রিকের সাথে চলতি মরশুমে বুন্দেশলিগায় ৩৯ টি গোল করে ফেললেন লেভনডস্কি।

বায়ার্নের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেন টমাস মূলার, কিংসলে কোম্যান এবং লেরয় সানে। প্রথমার্ধের ২৩ মিনিটে বায়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি আসে মূলারের পা থেকে। বুন্দেশলিগার ইতিহাসে রেকর্ড দশটি খেতাব জয়ের তকমা পেলেন এই জার্মান তারকা। সেইসঙ্গে ডেভিড আলাবাও যোগ দিলেন মূলারের সাথে।

প্রথমার্ধের ৪৪ মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোলটি করেন কিংসলে ক্যোমেন। রবার্ট লেভনডস্কির বাড়ানো পাস থেকে গোল করেন এই ফরাসি মিডফিল্ডার। ৭৫ মিনিটে আবার বায়ার্নের হয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টাঙ্গুয় নিয়ানযো। তবে এর দশ মিনিট পরেই দশ জনের বায়ার্ন মুনশেনগ্লাডবাখকে তাদের ষষ্ঠ গোলটি হজম করায়। সার্জ জিনাব্রির পাস থেকে শেষ গোলটি করেন লেরয় সানে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in