Brazil Vs Japan: নেইমারের একমাত্র পেনাল্টিতে জাপানকে হারালো ব্রাজিল

জয় অর্জন করলেও জাপানের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখে হতাশই হবেন সমর্থকরা। নেইমার-পাকুয়েতা-ভিনিসিয়াসরা ফিনিশই করতে পারলেন না একটিও বল। নেইমারের একমাত্র পেনাল্টি থেকে জয় অর্জন করতে হলো তিতের দলকে।
নেইমার
নেইমার ছবি সৌজন্যে টুইটার
Published on

জয় অর্জন করলেও জাপানের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখে হতাশই হবেন সমর্থকরা। নেইমার-পাকুয়েতা-ভিনিসিয়াসরা ফিনিশই করতে পারলেন না একটিও বল। নেইমারের একমাত্র পেনাল্টি থেকে জয় অর্জন করতে হলো তিতের দলকে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গত ম্যাচে ৫-১ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছিলো সেলেসাওরা। তবে এই ম্যাচে সেই পারফর্ম্যান্সের ৫০ শতাংশও ধরা পড়েনি। যদিও ঠিক ঠাক ফিনিশ করতে পারলে কমপক্ষে অন্তত দু গোল দিতে পারতেন নেইমার, ভিনিসিয়াসরা।

টোকিওতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ব্রাজিলের সাথে সমানভাবে পাল্লা দিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধের শুরুতেও ছন্নছাড়া ফুটবল খেলে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি। তবে ৭০ মিনিটের পর থেকে নিজেদের গুছিয়ে নেয় নেইমাররা। ৭৫ মিনিটে জয়ের দরজাও খুলে যায় তাদের সামনে। নেইমারকে জাপানের ডিফেন্ডার এন্দো অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে জাপানের জালে বল জড়িয়ে দেন নেইমার। সম্পূর্ণ ম্যাচ মোট ২১ বার আক্রমণ করলেও পাঁচ বার জাপানের গোলপোস্টে বল রাখতে পেরেছে ব্রাজিল। যেখানে জাপান ৭ বার চেষ্টা করেও কোনও বল ব্রাজিলের পোস্টে রাখতে পারেনি।

গতরাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের ক্লাব সতীর্থ লিওনেল মেসি এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল করেছেন। আন্তর্জাতিক গোলের নিরিখে আর্জেন্টাইন তারকা টপকে গিয়েছেন কিংবদন্তী পুসকাসকে। একইরাতে আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোল করে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালকে জিতিয়েছেন। আজ সেলেসাওদের জার্সিতে ৭৪ তম গোল করলেন নেইমার। আর চার গোল করলেই পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়বেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in