Durand Cup: ডুরান্ড সেমিতে মোহনবাগান ম্যাচে টিফো নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা! নোটিস বিধাননগর পুলিশের

People's Reporter: মঙ্গলবারও যুবভারতীতে মোহনবাগান সমর্থক আর ফুটবল প্রেমীরা গ্যালারিতে 'উই ওয়ান্ট জাস্টিস' চেয়ে সোচ্চার হবে এটা অনুমান করাই যায়। সেই কারণে এই নির্দেশিকা বিধাননগর পুলিশের।
Durand Cup: ডুরান্ড সেমিতে মোহনবাগান ম্যাচে টিফো নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা! নোটিস বিধাননগর পুলিশের
ছবি - প্রতীকী
Published on

কলকাতায় ডুরান্ড কাপের ডার্বি ভেস্তে গেলেও ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল পেয়েছে যুবভারতী। মঙ্গলবার হবে সেই খেলা। যুবভারতীতে মোহনবাগান মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। তার আগে ফের বিধাননগর পুলিশের ফরমান জারি।

ডুরান্ড আয়োজক কর্তা রাজু মল্লিককে বিধাননগর কমিশনাররেট থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় মাঠে যেন কোনো টিফো, পোস্টার, ড্রামস নিয়ে সমর্থকরা প্রবেশ না করে। আয়োজক কমিটি সেনাবাহিনী তারা ফরমান জারি করতেই পারে। কিন্তু বিধাননগর কমিশনাররেটের এই ফরমান সত্যিই বোধগম্য নয়।

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের জেরে ডার্বি বাতিল করা হয়। এর প্রতিবাদে ৩ ক্লাবের সমর্থকরা যুবভারতীর সামনে আন্দোলন করেন। পুলিশ লাঠিচার্জ করলেও আন্দোলন থামাতে পারেনি। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তাঁদের ছাড়িয়ে আনেন লালবাজার থেকে।

ফলে মঙ্গলবারও যুবভারতীতে মোহনবাগান সমর্থক আর ফুটবল প্রেমীরা গ্যালারিতে 'উই ওয়ান্ট জাস্টিস' চেয়ে সোচ্চার হবে এটা অনুমান করাই যায়। সেই কারণে এই নির্দেশিকা বিধাননগর পুলিশের। যদিও সমর্থকরা এই ফরমান মানবে কিনা তা জানা নেই।

ম্যাচ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে শুরু। ছাত্রদের নবান্ন অভিযান থাকলেও টিকিটের চাহিদা তুঙ্গে। বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ড ফাইনালে উঠতে মরিয়া মোহনবাগান। অন্যদিকে সেমিতে সবুজ মেরুনের বিরুদ্ধে সতর্ক সুনীল ছেত্রী।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in