
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নক আউটে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি।
দক্ষিণ ভারতের ফুটবল ডার্বি মানে কেরালা বনাম বেঙ্গালুরু। দুই দলের সমর্থকরা প্রিয় দলের জয় দেখতে কার্যত মুখিয়ে রয়েছেন। তার আগে দেখা যাক পরিসংখ্যান কী বলছে।
মরশুমের প্রথমটা ভালো না হলেও শেষ আট ম্যাচে নজর কেড়েছে সুনীল ছেত্রীরা। প্রথম ১২ ম্যাচের মধ্যে ৩টি জয় ১টি ড্র ও ৮টিতে হেরেছিল বেঙ্গালুরু। পয়েন্ট ছিল ১০। এক সময় মনে হয়েছিল রয় কৃষ্ণারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবেন না। কিন্তু শেষ আট ম্যাচের সবক'টিতেই জয় অর্জন করেছে তাঁরা। প্রথম ১২টি ম্যাচে ৮ গোল করলেও শেষ ৮টি ম্যাচে ২৪ গোল করেছে বেঙ্গালুরু এফসির খেলোয়াড়রা। দলের হয়ে ৬ গোল করে নজর কেড়েছেন ২১ বছরের শিবশক্তি নারায়ণন।
অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের কাছে চলতি মরশুমে প্রভাব ছিল মিশ্র। তারা ২০ ম্যাচের মধ্যে ১০টি জয় ১টি ড্র এবং ৯টি হেরেছিল। শেষ পাঁচটি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে কেরালা। এই মরশুমে দু'বার মুখোমুখিতে একবার করে দুই দল জিতেছে। তবে ঘরের মাঠে বেঙ্গালুরু কেরালার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেবে নাকি কেরালা সেমিফাইনালের টিকিট লাভ করবে সেটাই দেখার।
উল্লেখ্য, দুই দলের মধ্যে বিজয়ী দল প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে মুম্বাইয়ের। আর এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির মধ্যে যে দল জিতবে তারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে হায়দরাবাদ এফসির।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন