

বড়সড় জরিমানার মুখে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা বিরাট কোহলি এবং লখনউ সুপার জায়েন্সের মেন্টর গৌতম গম্ভীর। দুজনেরই একশ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের।
দিল্লির দুই তারকা ক্রিকেটারের বিবাদ নতুন কিছু নয়। এর আগেও আইপিএল সাক্ষী থেকেছে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের দ্বন্দ্বের। কেকেআর-র অধিনায়ক থাকাকালীনও বিরাট কোহলির সাথে বচসায় জড়িয়েছিলেন গম্ভীর। সেই দৃশ্য আবার দেখা গেল সোমবার রাতে। তবে এবার মেন্টর গম্ভীরের সাথে ঝামেলা বিরাট কোহলির।
ঘটনার সূত্রপাত গতকাল ম্যাচ শেষের পর। অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্যাঙ্গালোর এবং লখনউ। ম্যাচ শেষে বিরাট কোহলির সাথে কথা বলছিলেন লখনৌয়ের তারকা ওপেনার কাইল। ভিডিও ফুটেজে দেখা যায়, গৌতম গম্ভীর এসে কাইলকে কিছু বলে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরই শুরু হয় কোহলি এবং গম্ভীর এর মধ্যে বচসা। দুই দলেরই অন্যান্য প্লেয়াররা এসে দুজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও একে অন্যের দিকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন দুই তারকা ক্রিকেটার।
আইপিএল সূত্রে খবর, মাঠের মধ্যে অশোভনীয় আচরণের জন্য গম্ভীর এবং কোহলি উভয়কেই ম্যাচফির একশ শতাংশই জরিমানা হিসেবে দিতে হবে। দু'জনেই আইপিএল-র কোড অফ কন্ডাক্টের ২.২১ ধারার অধীনে লেভেল ২-র অপরাধ করেছেন। পাশাপাশি লখনউয়ের বোলার নবীন উলেরও ম্যাচফি-র ৫০ শতাংশ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবীন উল আউট হয়ে যাওয়ার পরই নিজের টুপি মাঠে ছুঁড়ে ফেলেছিলেন বিরাট। ম্যাচ শেষে সেই বিষয় নিয়েই হয়তো কিছু বলতে দেখা যায় নবীনকে।
গতকালের ব্যাঙ্গালোরের কাছে ছিল বদলার ম্যাচ। প্রথমবারে লখনউয়ের কাছে হারতে হয়েছিল কোহলিদের। গতকাল ১২৬ রানেই ইনিংস শেষ হয় ব্যাঙ্গালোরের। জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানে থামতে হয় কে এল রাহুলদের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন