নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা BCCI-র, জাতীয় দলে ফিরলেন পৃথ্বী

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে জায়গা পেলেন সূর্যকুমার যাদব। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন পৃথ্বী।
পৃথ্বী শ
পৃথ্বী শছবি - স্পোর্টস ক্রীড়ার ট্যুইটার হ্যান্ডেল

রঞ্জিতে ৩৭৯ রান করার কি তবে পুরস্কার পেলেন পৃথ্বী শ? মুম্বইয়ের তারকা ব্যাটার জায়গা পেলেন জাতীয় দলে। শুক্রবার রাতে একইসাথে তিনটি স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলা নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি আগামী মাসের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা হল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে জায়গা পেলেন সূর্যকুমার যাদব। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন পৃথ্বী। ঋষভ পান্তের অনুপস্থিতিতে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন উইকেটকিপার কেএস ভরত। কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজেও দলে রয়েছেন তিনি।

১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দুটি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে থাকছেন না লোকেশ রাহুল। আগে থেকেই যা নিশ্চিত ছিল। জানা গিয়েছে এই সময় নিজের বিয়েটা সেরে ফেলতে চান তিনি। এছাড়া পারিবারিক কারণে অক্ষর প্যাটেলও কিউইদের বিপক্ষে খেলছেন না। দুজনেই ফিরবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন রবীন্দ্র জাদেজাও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুবমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল: হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ(উইকেটকিপার), রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুবমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।

পৃথ্বী শ
IND VS SL: কলকাতা থেকেই বাড়ি ফিরে গেলেন অসুস্থ দ্রাবিড়! রবিবার কোচ ছাড়াই খেলবে রোহিতরা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in