Bayern Munich: পদ ছাড়লেন কার্ল হেইঞ্জ রুমেনিগে - নতুন দায়িত্বে অলিভার কান

দীর্ঘ ৩০ বছর বায়ার্নের দায়িত্বে থাকার পর পদ ছাড়ছেন কার্ল-হেইঞ্জ রুমেনিগে। তাঁর পরিবর্তে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন জার্মান তথা বায়ার্নের আর এক কিংবদন্তী অলিভার কান।
কার্ল হেইঞ্জ রুমেনিগে ও অলিভার কান
কার্ল হেইঞ্জ রুমেনিগে ও অলিভার কানছবি বায়ার্ন মিউনিখ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

দীর্ঘ ৩০ বছর বায়ার্নের দায়িত্বে থাকার পর পদ ছাড়ছেন কার্ল-হেইঞ্জ রুমেনিগে। তাঁর পরিবর্তে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন জার্মান তথা বায়ার্নের আর এক কিংবদন্তী অলিভার কান। মঙ্গলবার বুন্দেশলিগা জায়ান্টদের তরফ থেকে জানানো হয়েছে ৩০ শে জুন চেয়ারম্যানের পদ থেকে সরে যাবেন রুমেনিগে। তাঁর স্থলে বাভেরিয়ানদের দায়িত্ব হাতে তুলে নেবেন 'ভল-কান-ও'।

৬৫ বর্ষীয় রুমেনিগে পদত্যাগের প্রসঙ্গে বলেন, "এটাই দায়িত্ব ছাড়ার উপযুক্ত সময়। বিদায়টা হচ্ছে সন্তুষ্টি এবং গর্বের সাথে।" আগস্টে নতুন মরশুমে বায়ার্নের নতুন যুগ শুরু হবে অলিভার কানের হাত ধরে। রুমেনিগে চলে যাওয়ায় পর হানসি ফ্লিকের পরিবর্তে জুলিয়ান নাগালসম্যানের সঙ্গে নতুন মরশুম শুরু করবে বায়ার্ন মিউনিখ।

১৯৯১ সালে বায়ার্নের সহ সভাপতি হিসেবে নিযুক্ত হন রুমেনিগে। এরপর ২০০২ সালে সভাপতির দায়িত্ব তুলে নেন। রুমেনিগের সময়কালে বায়ার্ন ১৯ টি বুন্দেশলিগা খেতাব জিতেছে। ২০০১, ২০১৩ এবং ২০২০ সালে জিতেছে চ্যাম্পিয়নস লীগ। ক্লাবের দায়িত্ব নেওয়ার আগে ১৯৭৪ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বায়ার্নের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার।রুমেনিগে পশ্চিম জার্মানির হয়ে ৯৫ টি ম্যাচ খেলেছেন। বায়ার্নের হয়ে দুটি ইউরোপিয়ান কাপ জিতেছেন রুমেনিগে। ১৯৮০ ও ১৯৮১ সালে টানা দুবার জিতেছেন ব্যালন ডি’অর।

রুমেনিগের স্থলাভিষিক্ত হচ্ছেন কিংবদন্তী গোলরক্ষক অলিভার কান। ২০০৮ সালে অবসর নেওয়ার আগে বায়ার্নের হয়ে ১৪ মরশুমে ৮ টি বুন্দেশলিগা খেতাব জিতেছেন। খেলেছেন ৬৩২ টি ম্যাচ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in