UCL 2023-24: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সা-আর্সেনাল, ছিটকে গেল নাপোলি ও পোর্তো

People's Reporter: দ্বিতীয় লেগের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে বার্সার ফুটবলাররা। ম্যাচের প্রথম ১৫ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ।
নাপোলিকে হারিয়ে শেষ আটে বার্সেলোনা
নাপোলিকে হারিয়ে শেষ আটে বার্সেলোনাছবি - এক্স হ্যান্ডেল
Published on

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পঞ্চম এবং ষষ্ঠ জায়গা পাকা করলো বার্সেলোনা এবং আর্সেনাল। ছিটকে গেল ইতালির নাপোলি এবং পর্তুগালের পোর্তো।

মঙ্গলবার মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে নাপোলির মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথম লেগে ১-১ ব্যবধানে খেলা শেষ হয়েছিল। দ্বিতীয় লেগের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকে বার্সার ফুটবলাররা। ম্যাচের প্রথম ১৫ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। ২ মিনিট পর ফের গোল করে বার্সেলোনা। ১৭ মিনিটে বার্সার হয়ে গোল করেন জোয়াও কানসেলো।

৩০ মিনিটে নাপোলির হয়ে একটি মাত্র গোল করেন আমির রহমানি। ৮৩ মিনিটে নাপোলির গোলে বল জড়ান রবার্ট লেভনডস্কি। মোট ৪-২ ব্যবধানে জিতে শেষ আটে উঠলো বার্সা

অন্য ম্যাচে পোর্তোর বিপক্ষে ছিল আর্সেনাল। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল পোর্তো। সেই দ্বিতীয় লেগে লিয়েন্দ্রো ত্রোস্রাদের গোলে সমতা ফেরায় আর্সেনাল। অতিরিক্ত সময়েও খেলা ১-১ গোলে শেষ হয়ে। টাইব্রেকারে গিয়ে ৪-২ ব্যবধানে জেতে আর্সেনাল।

বার্সেলোনা এবং আর্সেনাল বাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং ম্যান সিটি। বুধবার মধ্যরাতে পিএসভি-র মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড (১-১) এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ইন্টার মিলান (০-১)।

নাপোলিকে হারিয়ে শেষ আটে বার্সেলোনা
Paul Pogba: ডোপিং-এর অভিযোগে চার বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড ফরাসী তারকা পল পোগবা
নাপোলিকে হারিয়ে শেষ আটে বার্সেলোনা
FIFA World Cup Qualifier: ৬ জুন ভারত-কাতার ম্যাচ, আয়োজক হিসেবে কোচের ফেভারিট যুবভারতী!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in