BAN vs NZ: অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডদের নাস্তানাবুদ করে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
ছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

BAN vs NZ: অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডদের নাস্তানাবুদ করে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশের বোলারদের দাপুটে প্রদর্শনে তাসের ঘরের মতো ভেঙে যায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৪৬ রান করেন উইল ইয়ং। অধিনায়ক টম লেথাম করেন ২১ রান। এছাড়া দুই অঙ্কের স্কোর বলতে ফিন অ্যালান করেন ১২ রান।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড। ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে কিউইদের নাস্তানাবুদ করে ছাড়লো বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে দুরন্ত জয় অর্জন করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ জয় নিশ্চিত করলেন মহম্মদউল্লাহ বাহিনী। চতুর্থ টি টোয়েন্টির শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

ঢাকায় টসে জিতে এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইদের অধিনায়ক টম লেথাম। নাসুম আহমেদের ঘূর্ণি এবং মুস্তাফিজুর রহমানের কাটারের কোনো উত্তর এই ম্যাচে ছিলোনা ব্ল্যাক ক্যাপসদের কাছে। মুস্তাফিজ ৩.৩ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সেইসঙ্গে নাসুম আহমেদ ৪ ওভারে ১০ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। এই দুই বোলার কিউই ব্যাটসম্যানদের নিয়ে কার্যত ছেলেখেলা করলো। মাত্র ৯৩ রানেই অল আউট হয়ে গেলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের বোলারদের দাপুটে প্রদর্শনে তাসের ঘরের মতো ভেঙে যায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৪৬ রান করেন উইল ইয়ং। অধিনায়ক টম লেথাম করেন ২১ রান। এছাড়া দুই অঙ্কের স্কোর বলতে ফিন অ্যালান করেন ১২ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া ব্ল্যাক ক্যাপসদের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোর খাড়া করতে পারেননি। রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম ও ম্যাকেঞ্চি রানের খাতা খুলতেই পারেননি। হেনরি নিকোলস(১),টম ব্ল্যান্ডেল(৪),আজাজ প্যাটেল(৪),টিকনাররা(২) নাম মাত্রই ব্যাট করতে নামেন।

নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেলেও ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস(৬),শাকিব-আল হাসান(৮), মুশফিক রহিমরা(০)দ্রুত ফিরে গেলেও অধিনায়কোচিত ইনিংস খেলেন মহম্মদউল্লাহ। ৪৩* রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ওপেনার মহম্মদ নায়েম করেন ২৯ রান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in