Bangladesh: গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আইসিইউ-তে

বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, রুবেলের পারিবারিক সূত্র থেকে জানা গেছে গতকাল তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। আপাতত তিনি আইসিইউতে আছেন।
হাসপাতালে রুবেল
হাসপাতালে রুবেলছবি সংগৃহীত

বাংলাদেশের খ্যাতিমান ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের অবস্থার আরও অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার আচমকা স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়ে। তিনি দীর্ঘদিন ব্রেন টিউমারের কারণে চিকিৎসাধীন।

বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, রুবেলের পারিবারিক সূত্র থেকে জানা গেছে গতকাল তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। আপাতত তিনি আইসিইউতে আছেন।

গত ২০১৯ সালে বাঁ হাতি স্পিনার রুবেলের ব্রেন টিউমার ধরা পড়ে। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেও এই বছরের জানুয়ারি থেকে ফের অসুস্থ হয়ে পড়েন।

রুবেলের শারীরিক অবস্থার অবনতির পর প্রাক্তন বাংলাদেশি খেলোয়ার মাশরফি বিন মোরতজা তাঁর ফেসবুক পোষ্টে রুবেলের সুস্থতা কামনা করেছে। তিনি লেখেন, তোমাকে মাঠে ফিরতে হবেনা, তুমি সুস্থ হয়ে তোমার পরিবারের কাছে ফিরে এস। সমস্ত ক্রিকেট দুনিয়া তোমার ফিরে আসার অপেক্ষায়।

এর আগে রুবেলের চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন ক্লাব আর্থিক সহায়তার হার বাড়িয়ে দিয়েছিলো। ২০১৯ সালে সিঙ্গাপুরে রুবেলের চিকিৎসা শুরু হয়। ওই বছরই চিকিৎসার খরচ যোগানোর জন্য রুবেল তাঁর সম্পত্তি বিক্রির জন্য সোশ্যাল মিডিয়াতে লেখেন।

নিজের কেমোথেরাপির খরচ সম্পর্কে সিঙ্গাপুর থেকে ফিরে রুবেল জানিয়েছিলেন প্রতি ৩ সপ্তাহে একবার করে তাঁকে কেমোথেরাপি নিতে হত। প্রতিটি কেমোথেরাপির খরচ ছিলো ১০ হাজার ইউ এস ডলার।

আপাতত গুরুতর অসুস্থ রুবেল ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন।

- with Agency Input

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in