একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিবের রেকর্ড গড়ার দিনেই বাংলাদেশকে ক্রিকেটের পাঠ পড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান
সাকিব আল হাসানফাইল ছবি সংগৃহীত

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন সাকিব আল হাসান। তবে সাকিবের নজির গড়ার দিনে বাংলাদেশকে ফের একবার ক্রিকেটের পাঠ পড়ালো ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পর টি-টোয়েন্টিতেই দাপট জারি রাখলো ক্যারিবিয়ানরা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৩ রানের জবাবে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানই সংগ্রহ করতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং এবং রোভমেন পাওয়েলের হাত ধরে টাইগার্সদের বিরুদ্ধে ৫ উইকেটে ১৯৩ রানের বড় স্কোর দাঁড় করায় ক্যারিবিয়ানরা। ওপেন করতে নেমে ৪৩ বলে ৫৭ রান করেন ব্র্যান্ডন। অন্যদিকে মিডিল অর্ডারে মাত্র ২৮ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেলেন রোভমেন।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব আল হাসান এবং আফিফ হোসেন ছাড়া কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। সাকিব আল হাসান ৬৮ রান করে একা লড়াই চালিয়ে গিয়েছিলেন। আফিফের ব্যাটে আসে ৩৪ রান। হতশ্রী ব্যাটিং-এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থামতে হয় বাংলাদেশকে।

এদিন ব্যাট হাতে অপরাজিত ৬৮* রান এবং বল হাতে একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। যার ফলে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। একমাত্র সাকিব ছাড়া এই মাইলফলক আর কোনো ক্রিকেটার স্পর্শ করতে পারেননি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in