BAN vs NZ T-20: নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অল আউট করে সহজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউইদের নাস্তানাবুদ করে ছাড়লো বাংলাদেশ। মীরপুরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানেই গুটিয়ে দিলো মহম্মদউল্লাহ বাহিনী।
BAN vs NZ T-20: নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে অল আউট করে সহজ জয় বাংলাদেশের
ছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউইদের নাস্তানাবুদ করে ছাড়লো বাংলাদেশ। মীরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানেই গুটিয়ে দিলো মহম্মদউল্লাহ বাহিনী। জবাবে ৭ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগার্সরা।

মীরপুরে টসে জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম লেথাম। বাংলাদেশ সফরে প্রথম সারির দল পাঠায়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসরা। টম লেথামের নেতৃত্বাধীন দ্বিতীয় দল পাঠিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে এই ম্যাচে অভিষেক ঘটে কল ম্যাককেঞ্চি এবং ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রর।

ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮ রান তোলে নিউজিল্যান্ড। এরপর ক্রমাগত উইকেট খোয়াতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন টম লেথাম এবং হেনরি নিকোলাস। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোর খাড়া করতে পারেননি। ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানেই অল আউট হয়ে যায় কিউইরা।

বাংলাদেশের হয়ে এদিন মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় মুস্তাফিজুর রহমান। এছাড়া জোড়া উইকেট নিয়েছেন শাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মহম্মদ সইফুদ্দিন। একটি উইকেট এসেছে মেহেদী হাসানের ঝুলিতে।

নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খুব সহজেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের হয়ে ২৫ রান করেন শাকিব আল হাসান এছাড়া মুশফিক রহিম ১৬* রানে এবং মহম্মদউল্লাহ ১৪* রানে অপরাজিত থাকেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in