
অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। মেসির প্যারিস সাঁ জার্মেইন(পিএসজি)-এ যোগ দেওয়া একপ্রকার নিশ্চিত। ফরাসী সংবাদমাধ্যম লেপিক জানিয়েছে, প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় দু'বছরের চুক্তিতে লিগ ওয়ান জায়ান্টদের দলে ভিড়ছেন মেসি।
বার্সেলোনার হয়ে শেষ সাংবাদিক সম্মেলনে পিএসজির সাথে যে কথা হচ্ছে তার সত্যতা স্বীকার করেছিলেন স্বয়ং এলএম টেন। আজ একাধিক ফরাসী সংবাদসংস্থা জানিয়েছে, মেসির এজেন্ট অর্থাৎ তাঁর বাবা জর্জ মেসি এবং মেসির আইনজীবীরা পিএসজির সাথে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন।
জানা গিয়েছে আজই প্যারিসে পা রাখবেন ছ বারের ব্যালন ডি’অর জয়ী। পিএসজির জার্সি হাতে আজই দেখা যেতে পারে মেসিকে। সবকিছু ঠিকঠাক চললে আবার প্রাক্তন ক্লাব সতীর্থ নেইমারের সাথে জুটি বাঁধবে মেসি। কিলিয়ান এমবাপে, নেইমার, মেসি, ডি মারিয়া সহ প্রাক্তন রিয়েল মাদ্রিদ তারকা সার্জিও রামোস - তারকা খচিত পিএসজি ঘিরে ফুটবল জগতে উন্মাদনা শুরু হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন