প্রয়াত অজি অধিনায়কের মা, শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড ব্যবহার অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের

শুক্রবার সকালে একটি ট্যুইটের মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করে কামিন্স তাঁর মাকে হারিয়েছেন।
মায়ের সাথে প্যাট কামিন্স
মায়ের সাথে প্যাট কামিন্সছবি - ICC-র ট্যুইটার
Published on

দিল্লি টেস্টের পরেই অস্ট্রেলিয়া ফিরে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অসুস্থ মায়ের পাশে থাকার জন্য সিডনি চলে যান তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর কামিন্সের মা মারিয়া কামিন্স প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমেদাবাদে দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন অজি ব্যাটাররা।

আমেদাবাদে দ্বিতীয় দিনের খেলা শুরুর সাথে সাথেই বিস্ময় যাগে ক্রিকেট মহলে। হঠাৎ করে কেনো কালো আর্মব্যান্ড পরে মাঠে নামছেন উসমান খোয়াজা, ক্রিস গ্রিন! এরপরেই জানা যায় আসল ঘটনা। শুক্রবার সকালে একটি ট্যুইটের মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করে কামিন্স তাঁর মাকে হারিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া ট্যুইটে লেখে, "মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে, আমরা প্যাট কামিন্স, তাঁর পরিবার এবং তাদের আত্মীয়দের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। অস্ট্রেলিয়ান পুরুষ দল আজ শ্রদ্ধার জানাতে কালো আর্মব্যান্ড পরবে।"

ভারতীয় বোর্ডও দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, "ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা প্যাট কামিন্সের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। কামিন্সের পরিবার এবং পরিজনদের সমবেদনা জানাই।"

দিল্লি টেস্টের পর কামিন্স জানিয়েছিলেন তাঁর মা গুরুতর অসুস্থ। ২০০৫ সালে মারিয়া কামিন্সের স্তন ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই দীর্ঘদিন তিনি চিকিৎসার মধ্যে ছিলেন। মায়ের পাশে থাকার জন্য কামিন্স সিডনি চলে যান ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের মাঝ পথেই। আমেদাবাদে যখন দুর্দান্ত প্রদর্শন করছে অজি দল, তখন মাতৃহারা হলেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সময় পাশে রয়েছে অজি অধিনায়কের।

মায়ের সাথে প্যাট কামিন্স
UEFA Europa League: বেটিসকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যান ইউ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in