Australian Open 2023: পেছনে ফেললেন আন্দ্রে আগাসিকে, রেকর্ড গড়ে ফাইনালে জকোভিচ

ফাইনালে জকোভিচ মুখোমুখি হবেন তৃতীয় বাছাই স্টেফানোস সিতিসিপাসের। ২০২১ সালে ফরাসি ওপেনের ফাইনালে সিতিসিপাসকে হারিয়ে খেতাব জিতেছিলেন জকোভিচ। এবার বদলা নেওয়ার সুযোগ রয়েছে গ্রিক তারকার সামনে।
জকোভিচ
জকোভিচ

দুর্বার গতিতে ছুটছে নোভাক জকোভিচের বিজয় রথ। রড লেভার এরেনায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় সেমিফাইনালে আমেরিকা যুক্তরাষ্ট্রের টমি পলকে কার্যত দাঁড়াতেই দিলেন না সার্বিয়ান মহাতারকা। স্ট্রেট সেটে ৭-৫, ৬-১, ৬-২ ব্যবধানে টমিকে হারিয়ে পৌঁছে গেলেন দশম অস্ট্রেলিয়ান ওপেন এবং ২২ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়ায়।

গতবার অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল নোভাক জকোভিচকে। করোনা ভ্যাকসিন না নেওয়ায় কারণে অংশ গ্রহণ করতে পারেননি বছরের প্রথম মেজরে। তবে এবার সেই বিধিনিষেধ নেই। অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাবর্তন করে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। ফাইনালে উঠতে মাত্র একটা সেট খুইয়েছেন জকোভিচ। তৃতীয় রাউন্ড থেকে সেমিফাইনাল, সার্বিয়ান মহাতারকা কোনও সেটই হারেননি।

টমি পলকে হারানোর সাথে সাথে এদিন রেকর্ডও গড়েলেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৭ ম্যাচ জয়ের রেকর্ড। আন্দ্রে আগাসি অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৬ ম্যাচ জিতে রেকর্ড তৈরি করেছিলেন। কোয়ার্টার ফাইনাল জিতেই আগাসিকে স্পর্শ করেছিলেন জোকার। শুক্রবার তাঁকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ২১ টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জকোভিচ।

ফাইনালে সার্বিয়ান মহাতারকা মুখোমুখি হবেন তৃতীয় বাছাই স্টেফানোস সিতিসিপাসের। শুক্রবার প্রথম সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানোভকে হারিয়ে ফাইনালে পা রেখেছেন গ্রিক তারকা সিতিসিপাস। ২০২১ সালে ফরাসি ওপেনের ফাইনালে সিতিসিপাসকে হারিয়ে খেতাব জিতেছিলেন জকোভিচ। এবার বদলা নেওয়ার সুযোগ রয়েছে গ্রিক তারকার সামনে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in