

প্রয়াত শেন ওয়ার্ন। ওয়ার্নের ম্যানেজমেন্ট টিম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তির। মৃত্যুকালে ওয়ার্নের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।
অস্ট্রেলিয়ান মিডিয়া আউটলেট ফক্স স্পোর্টসকে দেওয়া এক বিবৃতিতে ওয়ার্নের ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, শুক্রবার বিকেলে থাইল্যান্ডে নিজের বাংলোতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওয়ার্নকে। তৎক্ষণাৎ চিকিৎসকদের ডাকা হয়। চিকিৎসকদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি ওয়ার্নকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আচমকা এই খবরে ভেঙে পড়েছে শেন ওয়ার্নের পরিবার। গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা। যথাসময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার মুরলীধরনের পরই সর্বোচ্চ উইকেট টেকারের রেকর্ড শেন ওয়ার্নের, ৭০৮টি উইকেট। নিজের টেস্ট কেরিয়ারে মোট ৩,১৫৪ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ২৯৩টি উইকেট পেয়েছেন।
নিজের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রড মার্সের মৃত্যুতে ট্যুইটারে শোক প্রকাশ করেছেন ওয়ার্ন।
ওয়ার্নের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল সহ গোটা বিশ্ব। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি, শচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বাবর আজম সহ অন্যান্য ক্রিকেটাররা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন