Australia: পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ জাস্টিন ল্যাঙ্গার, ক্ষুব্ধ পন্টিং

চার বছর ধরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকা পালন করার পর পদত্যাগ করলেন জাস্টিন ল্যাঙ্গার। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ল্যাঙ্গারের দল ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে।
জাস্টিন ল্যাঙ্গার
জাস্টিন ল্যাঙ্গারছবি ক্রিকেট অস্ট্রেলিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চার বছর ধরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকা পালন করার পর পদত্যাগ করলেন জাস্টিন ল্যাঙ্গার। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ল্যাঙ্গারের দল ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। তবে জানা গিয়েছে জুন পর্যন্ত মেয়াদ থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মনোমালিন্যের কারণে পদত্যাগ করেছেন ল্যাঙ্গার। এই ঘটনার পর বেজায় চটেছন প্রাক্তন অজি কিংবদন্তী রিকি পন্টিং। এই ঘটনাকে 'দুঃখজনক' বলে মনে করেন রিকি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে গতকাল সন্ধ্যায় আলোচনার পর পদত্যাগ করেন ল্যাঙ্গার। অজি কোচের ব্যবস্থাপনা সংস্থা ডিএসইজি শনিবার সকালে এ বিষয় নিশ্চিত করে। সংস্থাটি একটি বিবৃতিতে জানায়, তাদের ক্লায়েন্ট জাস্টিন ল্যাঙ্গার আজ সকালে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

ল্যাঙ্গারের পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করে। প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়ালি ট্যুইট করে একথা জানিয়েছে। ল্যাঙ্গার কোচের দায়িত্বে থাকার সময় ম্যাকডোনাল্ড অজি দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত ছিলেন।

ল্যাঙ্গারের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। ল্যাঙ্গারের পদত্যাগ কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। পন্টিং আঙুল তুলেছেন অজি বোর্ডের ওপর। এবিসি রেডিওকে তিনি জানান, "অস্ট্রেলিয়ান ক্রিকেটের ক্ষেত্রে এটি সত্যিই একটি দুঃখজনক দিন। আপনি যদি পিছনে ফিরে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন গত কয়েক মাস ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া জাস্টিন ল্যাঙ্গার এবং টিম পেইনের সাথে যে আচরণ করেছে সেটা সত্যিই খারাপ হয়েছে। আমি মনে করি যেভাবে তারা এই দুটি মামলাকে পরিচালনা করেছে তা খুবই লজ্জাজনক। "

এছাড়া পন্টিং আরও বলেন, "ল্যাঙ্গার হয়তো বোর্ডের পূর্ণ সমর্থন পায়নি। আমি জাস্টিনকে জানি, তিনি এই ভূমিকা চালিয়ে যেতে খুব আগ্রহী ছিলেন। তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার দুর্দান্ত হওয়ার পরে এটি হওয়া উচিত ছিলো। দলটি সবেমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছে।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in