Asian Games 2023: এশিয়াডেও সোনা জয় 'সোনার ছেলে' নীরজের, কিশোরের হাত ধরে জ্যাভলিনে রুপোও জিতল ভারত

People's Reporter: নীরজ চোপড়া ৮৮.৮৮মিটার থ্রো করে নিজের সোনা নিশ্চিত করেছেন। কিশোর জেনা ৮৭.৫৪মিটার থ্রো করে শুধু রুপোই জেতেননি বরং প্যারিস অলিম্পিক্সের জন্যও যোগ্যতা অর্জন করেছেন।
নীরজ চোপড়া (বামদিকে) ও কিশোর জেনা
নীরজ চোপড়া (বামদিকে) ও কিশোর জেনাছবি - সংগৃহীত

মঙ্গলবারের পর বুধবারেও জ্যাভলিনে সোনা জিতলো ভারত। ফের ভারতের হয়ে সোনা জিতলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া। একই ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতলেন কিশোর কুমার জেনা।

গতকাল মহিলাদের জ্যাভলিনে ভারতের অন্নু রানি সোনা জিতেছিলেন। আজ পুরুষদের জ্যাভলিনে শুরুতে কিছুটা যান্ত্রিক ত্রুটি হলেও পরে তা স্বাভাবিক হয়। নীরজ চোপড়া ৮৮.৮৮ মিটার থ্রো করে নিজের সোনা নিশ্চিত করেন। কিশোর জেনা ৮৭.৫৪ মিটার থ্রো করে শুধু রুপোই জেতেননি বরং প্যারিস অলিম্পিক্সের জন্যও যোগ্যতা অর্জন করেছেন। নীরজ ছুঁড়েছেন নিজের সিজন বেস্ট থ্রো এবং জেনা ব্যক্তিগত সেরা থ্রো করেছেন।

অন্যদিকে, চীনের মাটিতে ইতিহাস সৃষ্টি করছেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৮ সালে এশিয়ান গেমসে পাওয়া পদক সংখ্যাকেও ছাপিয়ে গেল ২০২৩ এশিয়ান গেমসের প্রাপ্ত পদক সংখ্যা। এখনও একাধিক পদক জেতার সম্ভাবনা রয়েছে ভারতের।

২০১৮ সালে ভারতের মোট পদক সংখ্যা ছিল ৭০। ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ পেয়েছিল ভারত। চলতি বছরে ইতিমধ্যেই ভারত মোট ৮১টি পদক জিতেছে (প্রতিবেদন লেখা পর্যন্ত)। যার মধ্যে ১৮টি সোনা, ৩১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ।

বুধবার সকাল থেকেই একের পর এক পদক জিতে চলেছে ভারত। প্রথমেই ভারতকে পদক এনে দেন মঞ্জু রানি এবং রাম বাবু। তাঁরা ৩৫ কিমি ওয়াক রেসে ব্রোঞ্জ জেতেন। পরে সোনা আসে জ্যোতি ভেন্নাম এবং ওজাস ডিওটেলের হাত ধরে। কমপাউন্ড মিক্সড ইভেন্টে সোনা জিতেছেন তাঁরা। ফাইনালে কোরিয়ান জুটিকে ১৫৯-১৫৮ ব্যবধানে হারিয়েছেন ভারতীয় জুটি।

৫০০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন অবিনাশ সেবল। ৮৭ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন সুনীল কুমার। ৮০০ মিটার মহিলাদের দৌড়ে রুপো জিতেছেন হারমিলান। এছাড়া মহিলাদের বক্সিং-এ রুপো জিতেছেন লভলিনা, প্রীতি জিতেছেন ব্রোঞ্জ।

এই মুহূর্তে পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ৩৩টি সোনা, ৪৪টি রুপো এবং ৬৭টি ব্রোঞ্জ। জাপান রয়েছে দ্বিতীয় স্থানে। জাপান সোনা জিতেছে ৩৫টি, রুপো জিতেছে ৫০টি এবং ব্রোঞ্জ জিতেছে ৫২টি। ১৬৬টি সোনা, ৯১টি রুপো এবং ৪৭টি ব্রোঞ্জ নিয়ে প্রথম স্থানে আছে চীন।

নীরজ চোপড়া (বামদিকে) ও কিশোর জেনা
Asian Games 2023: তিরন্দাজিতে সোনা ও রুপো নিশ্চিত দুই ভারতীয়র!
নীরজ চোপড়া (বামদিকে) ও কিশোর জেনা
East Bengal: এবার ইস্টবেঙ্গল জার্সিতে নীল-সাদা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in