Asia Cup Hockey: ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৬-০ ব্যবধানে জয়, পাকিস্তানকে পেছনে ফেলে সুপার ফোরে ভারত

অসম্ভবকে সম্ভব করে দেখালো সর্দার সিং-এর ব্রিগেড। ইন্দোনেশিয়াকে ১৬-০ ব্যবধানে হারিয়ে জয় তুলে নিলো ভারত। সেই সঙ্গে জাপানের সাথে সুপার-৪ এ জায়গা করে নিলো টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল।
ভারত বনাম ইন্দোনেশিয়া
ভারত বনাম ইন্দোনেশিয়া ছবি সৌজন্যে হকি ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল
Published on

ঠিক যেনো অসম্ভবকেই সম্ভব করে দেখালো ভারতীয় হকি দল। এশিয়া কাপ হকির সুপার-চারে জায়গা করে নেওয়ার জন্য কমপক্ষে ১৫ গোলের বিশাল ব্যবধানে জিততে হতো বীরেন্দ্র লাকরাদের। তবেই পাকিস্তানকে পেছনে ফেলে পুল-এ'তে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিতো ভারত। আর বৃহস্পতিবার একপ্রকারের অসম্ভবকেই সম্ভব করে দেখালো সর্দার সিং-এর তরুণ ব্রিগেড। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ১৬-০ ব্যবধানে হারিয়ে জয় তুলে নিলো টিম ইন্ডিয়া। আর সেই সঙ্গে জাপানের সাথে সুপার -৪ এ জায়গা করে নিলো টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দল।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ২-৫ গোলে হারতে হয় ভারতকে। পরের রাউন্ডে যাওয়ার জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্বাগতিক ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারাতে হতো। বৃহস্পতিবার ইন্দোনেশিয়াকে কার্যত খড় কুটোর মতো উড়িয়ে দিলো সর্দার সিং-এর ছাত্ররা।

এদিন প্রথম, দ্বিতীয় কোয়ার্টারে তিনটি করে এবং তৃতীয় কোয়ার্টারে চারটি গোল করে ভারত। ১০-০ গোলে এগিয়ে থেকে চতুর্থ কোয়ার্টার শুরু করেন বীরেন্দ্র লাকরারা। শেষ কোয়ার্টারে টার্গেট ছিলো কোনো গোল হজম না করে অন্তত ৫ গোল করা। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামা দল শেষ কোয়ার্টারে করলো ৬ টি গোল। গোটা ম্যাচে মোট ৩৬ বার শট অন টার্গেট ছিলো ভারতের। এই ম্যাচে মোট ২১টি পেনাল্টি কর্নার পায় ভারত। যেখান থেকে আটটি গোল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে ৫ টি গোল করেছেন দীপসান তিরকি। হ্যাটট্রিক করেছেন সুদেব। দুটি করে গোল এসেছে সেলভাম, পবন এবং অভিজ্ঞ এসভি সুনীলের স্টিক থেকে। এছাড়া একটি করে গোল করেছেন উত্তম সিং এবং নীলম সঞ্জীব।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in