
প্রতীক্ষার অবসান। ঘোষিত হল এশিয়া কাপের ১৫ জনের দল। মঙ্গলবার দুপুরে এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগারকার। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় দলের অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। তবে দলে নেওয়া হয়েছে শুবমন গিলকে। টেস্ট অধিনায়কের এবার দায়িত্ব সহ-অধিনায়ক হিসেবে।
এদিন দুপুর দেড়টা নাগাদ দল ঘোষণা হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে তা ঘোষিত হয়। মুম্বাইতে বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে দেরিতে পৌঁছান প্রধান নির্বাচক আগরকার ও বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া। প্রথম থেকেই জল্পনা হচ্ছিল শুবমন গিলকে নিয়ে। টেস্ট অধিনায়ককে দলে রাখা হবে কি না, সে নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষে তাঁকে ফিরিয়ে আনা হল সহ-অধিনায়ক হিসেবে। সূর্যকুমার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর গিলই ছিল তাঁর ডেপুটি। তবে মাঝে তিনি দলে না থাকায় সে দায়িত্ব সামলেছেন অক্ষর প্যাটেল।
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালকে নিয়েও জল্পনা ছিল। জানা গিয়েছিল নির্বাচকদের পছন্দ ছিল যশস্বী। তবে ১৫ জনের দলে তাঁকে রাখা হয়নি। স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। এদিকে গোটা আইপিএল জুড়ে ভালো ফর্মে থাকার পরেও দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। তবে নির্বাচকেরা ভরসা রেখেছেন রিঙ্কু সিংয়ের উপর। দ্বিতীয় উইকেট-কিপার ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে জিতেশ শর্মাকে।
এছাড়া এশিয়া কাপে পেসার অলরাউন্ডার থাকছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। স্পিনার অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। এছাড়া স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানাও।
একনজরে এশিয়া কাপের ১৫ জনের দল - সুর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
এছাড়া ১৫ জনের দলের পাশাপাশি স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে - প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালকে। কেউ চোট পেয়ে ছিটকে গেলে এই পাঁচজনের থেকে কাউকে নেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন