Arijit Singh: মায়ের স্মৃতির উদ্দেশ্যে মুর্শিদাবাদে স্পোর্টস কমপ্লেক্স করলেন অরিজিৎ সিং

অরিজিৎ ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই রাজা বিজয় সিংহ স্কুলের জমিতেই গড়ে তুলেছেন ADITI INSTITUTION OF SPORTS।
অরিজিৎ সিং
অরিজিৎ সিংছবি - অরিজিৎ সিং-র ফেসবুক
Published on

মুর্শিদাবাদে মায়ের নামে স্পোর্টস কমপ্লেক্স করলেন অরিজিৎ সিং। খুব তাড়াতাড়ি সেখানে ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

অরিজিৎ সিং নামটার সঙ্গে গোটা দেশ পরিচিত। বর্তমান সময়ে বলিউডের গানের জগৎ প্রায় একাই রাজত্ব করছেন এই বাঙালি শিল্পী। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থেকে উঠে এসে বলিউডের সঙ্গীত জগতে তারকা হয়ে উঠেছেন। বলিউড কাঁপানোর পাশাপাশি কয়েক মাস আগে স্পেনের ন‍্যু ক‍্যাম্প স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ – বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম‍্যাচের আগে ডিজিটাল বোর্ডে একমাত্র ভারতীয় গায়ক হিসেবে অরিজিৎ সিংয়ের গান বেজে উঠেছিল।

এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিতই ছিলেন মূল আকর্ষণ। বরাবরই প্রচারের আড়ালে থেকে কাজ করতে ভালোবাসেন তিনি। এবারও তার পরিবর্তন হলো না। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে এক স্পোটর্স কমপ্লেক্স তৈরি করে ফেললেন তিনি। প্রয়াত মায়ের নামে সাত একর জমির উপর ফুটবল ও ক্রিকেটের এই কমপ্লেক্স ।

অরিজিৎ ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই রাজা বিজয় সিংহ স্কুলের জমিতেই গড়ে তুলেছেন ADITI INSTITUTION OF SPORTS। তাঁর মা অদিতি সিং মারা যান করোনার সময়ে। মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই কাজ করেছেন অরিজিৎ। এই স্পোর্টস কমপ্লেক্সে ক্রিকেটের জন‍্য পাঁচটি উন্নতমানের পিচ তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই ক্রিকেটের প্রশিক্ষণ শিবির শুরু হয়ে যাবে।

তবে ফুটবল অ‍্যাকাডেমির কাজ প্রায় শেষের দিকে। তিন সপ্তাহ ধরে ট্রায়াল হওয়ার পর ফুটবলারদের বেছে নেওয়া হয়েছে। ফুটবল অ‍্যাকাডেমির চিফ কোচ হিসেবে যুক্ত হয়েছেন ভারতের প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু। ইতিমধ্যেই অরিজিৎ ফুটবলারদের জন‍্য ৭০ জোড়া বুট কিনে দিয়েছেন। অ‍্যাকাডেমির যেসব ছেলেদের আর্থিক অবস্থা খারাপ তাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হয় না। প্রসঙ্গত, এই অ‍্যাকাডেমিতে দুজন দুঃস্থ ছেলেকে ভর্তি করিয়েছেন অরিজিৎ। সবমিলিয়ে আবারও নতুন এক দৃষ্টান্ত তৈরি করলেন অরিজিৎ।

অরিজিৎ সিং
Sunil Chhetri: শচীন, অমিতাভ, বিরাটের সঙ্গে কেমন সম্পর্ক ভারত অধিনায়কের জানেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in