১৯৯ রানে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ১ রানের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হওয়া ১২ জন ক্রিকেটার কারা?

জায়েম হাসানের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ম্যাথিউজ ফিরে যান। সেইসঙ্গে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৩৯৭ রানে।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ
অ্যাঞ্জেলো ম্যাথিউজছবি - সংগৃহীত

মাত্র এক রানের জন্য টেস্টে দ্বিতীয় ডবল সেঞ্চুরিটা হাতছাড়া করলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে ম্যাথিউজ আউট হলেন ১৯৯ রানে। জায়েম হাসানের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ম্যাথিউজ ফিরে যান। সেইসঙ্গে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৩৯৭ রানে। সনথ জয়সূর্যার পর দ্বিতীয় শ্রীলঙ্কান ব্যাটার এবং বিশ্বের ১২ তম ব্যাটার হিসেবে ১৯৯ রানে আউট হয়ে দ্বিশত রান হাতছাড়া করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ(কুমার সাঙ্গাকারা পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯* রানে অপরাজিত ছিলেন)। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব ক্রিকেটের সেই তারকাদের, যাদের ফিরতে হয়েছে ১৯৯ রানে।

১. মুদাস্সর নায়েম (পাকিস্তান) - ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর ফয়সলবাদে ভারতের বিরুদ্ধে ১৯৯ রানে আউট হয়েছিলেন এই পাক ক্রিকেটার।

২. মহম্মদ আজাহারউদ্দিন (ভারত) - ১৯৮৬ সালের ১৭ ই ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে কানপুর টেস্টে এক রানের আফশোস নিয়ে মাঠ ছাড়েন আজাহারউদ্দিন।

৩. ম্যাথু এলিয়ট (অস্ট্রেলিয়া) - ১৯৯৭ সালের ২৪ শে জুলাই হেডিংলে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানে সাজঘরে ফিরতে হয় এলিয়টকে।

৪. সনথ জয়সূর্যা (শ্রীলঙ্কা)- ১৯৯৭ সালের ৯ ই আগস্ট কলম্বোতে ভারতের বিরুদ্ধে ১৯৯ রানে আউট হয়ে ফিরে যেতে হয় জয়সূর্যাকে।

৫. স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া)- ১৯৯৯ সালের ২৬ শে মে ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুর্ভাগ্যর শিকার হন অজি কিংবদন্তী।

৬. ইউনিস খান (পাকিস্তান) - ২০০৬ সালের ১৩ ই জানুয়ারি লাহোর টেস্টে ভারতের বিরুদ্ধে ১৯৯ রানে ফিরতে হয় পাক কিংবদন্তীকে।

৭. ইয়ান বেল (ইংল্যান্ড) - ২০০৮ সালের ১০ ই জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লর্ডসে এক রানের আফশোস নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রিটিশ তারকাকে।

৮. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ২০১৫ সালের ১১ ই জুন কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানে ফিরে গিয়ে দ্বিশত রান হাতছাড়া করেন স্মিথ।

৯. লোকেশ রাহুল (ভারত) - ২০১৬ সালের ২৬ শে ডিসেম্বর চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়ে যান লোকেশ রাহুল।

১০. ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) - ২০১৭ সালের ২৮ শে সেপ্টেম্বর পচেফস্ট্রমে বাংলাদেশের বিরুদ্ধে ২০০ রান হাতছাড়া করেন প্রোটিয়াদের বর্তমান অধিনায়ক।

১১. ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা) - ২০২০ সালের ২৬ শে ডিসেম্বর সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯ রানে ফিরে যেতে হয় ডু প্লেসিকে।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ
'ভয়-ডর হীন ক্রিকেটের আড়ালে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট নিয়ে এসেছেন ম্যাককুলাম' - সালমান বাট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in