Grenada: দুষ্কৃতিদের আক্রমণের শিকার জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডরসন পিটার্স

ভিডিওতে দেখা যাচ্ছে তারকা ক্রীড়াবিদ জাহাজের মধ্যে কিছুজনের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তখনই তাঁকে মারতে মারতে জাহাজ থেকে ফেল দেয় দুষ্কৃতিরা।
গ্রানাডায় আক্রান্ত অ্যান্ডরসন পিটার্স
গ্রানাডায় আক্রান্ত অ্যান্ডরসন পিটার্সছবি সৌজন্যে অ্যান্ডরসন পিটার্সের ট্যুইটার হ্যান্ডেল

মারতে মারতে জাহাজ থেকে ফেলে দেওয়া হল জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডরসন পিটার্সকে। যা নিয়ে গ্রানাডাজুড়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজের দেশেই কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির আক্রমণের শিকার হলেন পিটার্স। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। ঐ ভিডিওতে দেখা যাচ্ছে তারকা ক্রীড়াবিদ জাহাজের মধ্যে কিছুজনের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তখনই তাঁকে মারতে মারতে জাহাজ থেকে ফেল দেয় দুষ্কৃতিরা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার। সূত্রের খবর, বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে ঐ জাহাজে যান অ্যান্ডরসন।

গ্রানাডা অলিম্পিক কমিটি জানিয়েছে এই ঘটনার তদন্তে তারা সবরকম সহায়তা করবে। গ্রানাডাবাসীও এই আক্রমণের বিরোধিতা করেছেন। তাঁরা এও জানান, ঐ দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। একটি ক্যারিবিয়ান পত্রিকা ঘটনার বিবৃতি দিয়েছে। তাতে দেখা যায় আক্রমণের তীব্র নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়, জাতীয় ক্রীড়া আইকনকে শারীরিকভাবে হেনস্থা করে পাঁচ জন। তাঁর এই আক্রান্ত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত।

সম্প্রতি ২৪ বছর বয়সী ক্রীড়াবিদ কমনওয়েলথ গেমসে দেশের হয়ে রুপোর পদক জেতেন। তিনি ৮৮.৬৪ মিটার বর্ষা ছুঁড়েছিলেন। ৯০.১৮ মিটার ছুঁড়ে সোনা জেতেন পাকিস্তানের আরশাদ নাদিম। ইংল্যান্ড থেকে মঙ্গলবার দেশে ফেরেন অ্যান্ডরসন পিটার্স। ধুমধাম করে তাঁকে স্বাগত জানায় দেশবাসী।

এর আগে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। ৯০.৫৪ মিটার থ্রো করে ভারতের নীরজকে পেছনে ফেলেছিলেন তিনি। ঐ একই টুর্নামেন্টে নীরজ বর্ষা ছোঁড়েন ৮৮.১৩ মিটার। ইউজিনে দেশকে সোনা জিতিয়েও এমন করুণ হাল হওয়াতেই ক্ষোভে ফুঁসছে গ্রানাডাবাসী।

গ্রানাডায় আক্রান্ত অ্যান্ডরসন পিটার্স
মনোনয়নই পেলেন না মেসি, দেখে নিন এবছরের ব্যালন ডি'অরের মনোনয়নের তালিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in