
ব্যাডমিন্টনের মঞ্চে দাপট দেখিয়েই চলেছেন ভারতের তরুণ তারকা লক্ষ্য সেন। মাত্র ২০ বছর বয়সেই একের পর এক টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম্যান্সের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। চলতি বছরেই জিতেছেন কেরিয়ারের প্রথম সুপার ৫০০ সিরিজ। এবার অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছেন অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক।
লক্ষ্য পদক নিশ্চিত করলেও ডাবলসে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি জুটি হেরে বিদায় নিলেন। মার্কাস গিডিওন এবং কেভিন সুকামুলজো জুটির বিপক্ষে এগিয়ে থেকেও ২৪-২২, ২১-১৭ ফলে হেরে গেলেন ভারতীয় জুটি।
গতকালই বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা অ্যান্টন অ্যান্ডারসনকে হারিয়ে চমক দেখিয়েছিলেন লক্ষ্য। ম্যাচের মধ্যে আহতও হতে হয় আলমোড়ার তরুণ প্রতিভাকে। তবে কোয়ার্টার ফাইনালে কোনো অসুবিধার মধ্যেই পড়তে হয়নি লক্ষ্যকে। চীনা প্রতিপক্ষ লু-গুয়াং-জু কোর্টেই নামতে পারেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যান বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী ভারতীয় তারকা। সেমিফাইনালে পৌঁছানোর সাথে সাথেই পদক নিশ্চিত করে ফেলেন তিনি।
সেমিফাইনালের লড়াইয়ে লক্ষ্য মুখোমুখি হবেন জাপানের কেন্টো মোমতা এবং মালয়েশিয়ার লি-জি-জিয়ার ম্যাচে জয়ী প্রতিপক্ষের সঙ্গে। এই ম্যাচে জিতলেই রূপো নিশ্চিত করে ফেলবেন তিনি। লক্ষ্যর হাত ধরে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় সমর্থকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন