All England Championship: লক্ষ্য স্থির রেখে ফাইনালে লক্ষ্য সেন

ব্যাডমিন্টনের মঞ্চে লক্ষ্যর দাপট অব্যাহত। মালেশিয়ার লি জি জিয়াকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের এক নম্বর তারকা লক্ষ্য সেন।
ভারতীয় শাটলার লক্ষ্য সেন
ভারতীয় শাটলার লক্ষ্য সেনছবি বিএআই মিডিয়ার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ব্যাডমিন্টনের মঞ্চে লক্ষ্যর দাপট অব্যাহত। মালেশিয়ার লি জি জিয়াকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের এক নম্বর তারকা লক্ষ্য সেন। ১ ঘন্টা ১৬ মিনিটের লড়াইয়ে গতবারের বিজয়ী বিশ্বের সাত নম্বর লি জি জিয়াকে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ফলাফলে হারান ভারতের তরুণ শাটলার।

গতকালই কোয়ার্টার ফাইনালে ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন লক্ষ্য। তার আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য বিশ্বের তিন নম্বর আন্দেরস আন্তোনসেনকে স্ট্রেট সেটে হারিয়ে ছিলেন। সবমিলিয়ে অল ইংল্যান্ড ওপেনে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী ২০ বছরের তরুণ তারকা।

গতবারের অল ইংল্যান্ড ওপেন বিজয়ী মালেশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে এদিন শুরুটা দুরন্ত করেন লক্ষ্য। একতরফা ভাবে ২১-১৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য কামব্যাক করেন মালেশিয়ার প্রতিপক্ষ। তবে তৃতীয় সেটে স্নায়ুর জোর দেখিয়ে হাড্ডা হাড্ডি লড়াইয়ে জিয়াকে পরাস্ত করেন আলমোড়ার তরুণ প্রতিভা।

২০১৫ সালে সাইনা নেহওয়ালের পর আবার অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠলো কোনো ভারতীয় শাটলার। লক্ষ্যর আগে বিগত ২১ বছরে কোনো ভারতীয় পুরুষ শাটলার অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছাতে পারেননি। পুরুষদের মধ্যে ১৯৪৭ সালে প্রকাশ নাথ, ১৯৮০ ও ১৯৮১ সালে প্রকাশ পাড়ুকোন ও ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচাঁদ ছাড়া আর কোনও ভারতীয় এই খেতাব জিততে পারেননি। তৃতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড ওপেনের খেতাব জয়ের হাতছানি লক্ষ্যর সামনে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in