

ইউরোর ম্যাচগুলি সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখতে আগেই কড়া বার্তা দিয়েছিল উয়েফা। সেই নিয়ম ভঙ্গের কারণে শাস্তি পেতে হলো আলবেনিয়ার ফুটবলার মির্লিন্দ ডাকুকে। তাঁর বিরুদ্ধে সার্বিয়া বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ম্যাচ শেষে। ২-২ গোলে ড্র করার পর আলেবনিয়ার সমর্থকদের সাথে উচ্ছ্বাসে মাতেন ডাকু। সেই সময়ই তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। উত্তর ম্যাসিডোনিয়া এবং সেখানকার বসবাসকারী সার্বদের কটূক্তি করেন। এমনকি সার্বদের 'খুন' করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
রবিবার উয়েফার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, আচরণ ভঙ্গ এবং মৌলিক নিয়ম লঙ্ঘন করেছেন ডাকু। তিনি খেলার পরিবেশ নষ্ট করেছেন। যা ফুটবল প্রতিযোগিতার সম্মান নষ্টের সমান। তাই ওই ফুটবলারকে পরবর্তী দুটি ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। উয়েফার নিয়ম ও শৃঙ্খলা রক্ষা বোর্ড আলবেনিয়ার ফুটবল বোর্ডকেও জরিমানা করেছে। আতশবাজি জ্বালানো এবং মাঠের মধ্যেই উস্কানিমূলক বক্তব্যের কারণে ৪৭,৫০০ পাউন্ড জরিমানা হয়েছে।
পাশাপাশি ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকেও জরিমানা করেছে উয়েফা। মাঠের মধ্যে একাধিক জিনিস ছোড়া এবং আতশবাজি জ্বালানোর অপরাধে ২৮,০০০ পাউন্ড জরিমানা দিতে হবে ক্রোয়েশিয়াকে।
উল্লেখ্য, উত্তর ম্যাসিডোনিয়ার একটি অংশে সার্বদের বসবাস। এরা নিজেদেরকে সার্বিয়ান বলেই পরিচয় দেয়। আর উত্তর ম্যাসিডোনিয়াতে বসবাসকারী ২৪.৩ শতাংশ জনগণ আছে যারা নিজেদেরকে আলবেনিয়ান বলেই পরিচয় দেয়। ফলে এদের মধ্যে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন