ISL: ২০ বছরের জন্য আইএসএল আয়োজন করার প্রস্তাব, আগামী বছর কবে শুরু ফুটবল লিগ?

People's Reporter: দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্লাব জোটের প্রস্তাবে শীলমোহর দিল ফেডারেশন। ব্রডকাস্টিং ফি বিক্রি হবে, নিয়ন্ত্রণ থাকবে ক্লাব জোটের হাতে, ২০ বছরের জন্য এই চুক্তি হতে চলেছে।
আইএসএল কাপ
আইএসএল কাপফাইল ছবি - আইএসএল-র ফেসবুক পেজ
Published on

অবশেষে জট খুলছে আইএসএল-এর। খুব সম্ভবত ৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ভারতের এক নম্বর ফুটবল লিগ। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্লাব জোটের প্রস্তাবে শীলমোহর দিল ফেডারেশন। ব্রডকাস্টিং ফি বিক্রি হবে, নিয়ন্ত্রণ থাকবে ক্লাব জোটের হাতে, ফেডারেশনের প্রতিনিধি ও ক্লাব জোটের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে, ২০ বছরের জন্য এই চুক্তি হতে চলেছে।

প্রস্তাবটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টে পেশ করবে ফেডারেশন, এই বৈঠকের পরে যে মডেল সামনে এসেছে লিগের মালিকানা ও পরিচালনের দায়িত্ব নেয়ার প্রস্তাব করা হয়েছে, এই ব্যবস্থাটি কার্যকর থাকবে টানা ২০ টি মরসুম। টুর্নামেন্ট পরিচালিত হবে একটি নির্দিষ্ট সেন্ট্রাল অপারেশনাল বাজেট এর মাধ্যমে, যার প্রাথমিক পরিমাণ ধরা হয়েছে ৭০ কোটি টাকা, এই বাজেট গঠিত হবে AIFF-এর অংশগ্রহণকারী ক্লাব এবং সম্ভাব্য বানিজ্যিক অংশীদারের কাছ থেকে সংগৃহীত লীগ মেম্বারশিপ কন্ট্রিবিউশন এর মাধ্যমে।

লিগ পরিচালনা, ক্লাব লাইসেন্সিং, সম্প্রচার, বিপনন, ম্যাচ অফিশিয়াল, যুব লীগ, অ্যান্টি রডপিং ও পুরষ্কার মূল্য সমস্ত কিছুই খরচ করা হবে এই বাজেট থেকে, প্রতিটি অংশগ্রহনকারী ক্লাবকে মৌসুমের শুরুতে ফেডারেশনকে ১ কোটি টাকা অংশগ্রহণ ফি হিসেবে দিতে হবে, যদিও এই অর্থ পরে কেন্দ্রীয় রাজস্ব থেকে ফেরত দেওয়া হবে। 

 ভবিষ্যতে অপারেশনাল বাজেট বাড়লে এই ফি আনুপাতিক হারে বাড়বে, নতুন মডেলে রাজস্ব বন্টনের হার নির্ধারন করা হয়েছে, ফেডারেশন পাবে ১০ শতাংশ এবং অংশগ্রহণকারী ক্লাবগুলি পাবে ৫০ শতাংশ, ক্লাবগুলির জন্য নির্দিষ্ট ফিক্সড রেভিনিউ শেয়ার থাকবে ১০ শতাংশ এবং সম্ভাব্য বানিজ্যিক অংশীদারের জন্য বরাদ্দ থাকবে ৩০ শতাংশ।

বানিজ্যিক অংশীদার চাইলে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে ফেডারেশনের রাজস্বের অংশ থেকে শেয়ার কিনতে পারবে, লীগটি হবে সম্পূর্ণ ওপেন মডেলে যেখানে প্রমোশন ও রেলিগেশনের ব্যাবস্থা কার্যকর থাকবে, পাশাপাশি দীর্ঘদিন ধরে লিগে বিনিয়োগকারী ক্লাবগুলির স্বার্থ সুরক্ষায় বিশেষ ব্যাবস্থা রাখা হয়েছে.।আট বছরের বেশি সময় ধরে অংশগ্রহণকারী ক্লাব সর্বোচ্চ এক শতাংশ ফিক্সড রেভিনিউ ধরে রাখতে পারবে, এমনকি তারা  রেলিগেট হলেও যদি তারা মেম্বারশিপ কন্ট্রিবিউশন চালু রাখে, এছাড়াও রেলিগেট হওয়া ক্লাবগুলির জন্য প্যারাসুট পেমেন্টেরও ব্যাবস্থা রাখা হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in