কুম্বলে-সৌরভ-যুবরাজরাও বাদ পড়েছিলেন, কপিল দেবের পর কোহলির সমালোচনায় সেহওয়াগ, ভেঙ্কটেশরা

ভেঙ্কটেশ প্রসাদ ট্যুইটে লিখেছেন, "একটা সময় ছিল যখন ফর্মে না থাকলেই বাদ পড়তে হতো। বিখ্যাত প্লেয়ারও ছাড় পেতেন না, বাদ পড়তেন। ফর্মে না থাকার জন্য বাদ পড়েছেন সৌরভ, সেহওয়াগ, যুবরাজ, জাহির, ভাজ্জিরা।"
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত
Published on

বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ইংল্যান্ড সফরে এজবাস্টন টেস্টে হতাশাজনক প্রদর্শনের পর টি-টোয়েন্টিতেও চরম ব্যর্থতা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১ রান এবং তৃতীয় টি-টোয়েন্টিতে ১১ রান করেন তিনি। কোহলির ফর্ম দেখে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব সাফ জানিয়েছে যদি অশ্বিনকে বসিয়ে দেওয়া হয়, তবে বিরাটকে কেন বসানো হচ্ছে না? এবার কোহলিকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হলেন বীরেন্দ্র সেহওয়াগ, ভেঙ্কটেশ প্রসাদরাও। যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য পাশে দাঁড়িয়েছেন কোহলির। বিরাটকে পূর্ণ সমর্থন করছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন কোহলি। খারাপ ফর্ম সঙ্গী হয়ে উঠেছে তাঁর। ২০১৯ সালের পর এখনও সেঞ্চুরির দেখা পাননি তিনি। সেঞ্চুরিতো দূরের কথা, রানের মধ্যেই নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। তবু দলের মধ্যে রয়েছেন তিনি। এই খারাপ ফর্ম সত্ত্বেও কোহলির দলে থাকা নিয়ে বোমা ফাটাচ্ছেন কপিল দেব থেকে শুরু করে বীরেন্দ্র সেহওয়াগরা।

কারও নাম না নিয়ে সেহওয়াগ নিজের ট্যুইটারে লেখেন, "ভারতের অনেক ব্যাটসম্যান রয়েছ, যারা শুরু থেকেই এগিয়ে যেতে পারে, তাঁদের মধ্যে কেউ কেউ দুর্ভাগ্যবশত বাইরে বসে আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান ফর্মে থাকা সেরা খেলোয়াড়দের খেলানোর উপায় খুঁজে বের করতে হবে।"

ভেঙ্কটেশ প্রসাদ একটি ট্যুইটে লিখেছেন, "একটা সময় ছিল যখন ফর্মে না থাকলেই বাদ পড়তে হতো। বিখ্যাত প্লেয়ারও ছাড় পেতেন না, বাদ পড়তেন। ফর্মে না থাকার জন্য বাদ পড়েছেন সৌরভ, সেহওয়াগ, যুবরাজ, জাহির, ভাজ্জিরা। তাঁরা ঘরোয়া ক্রিকেটে খেলে ফর্মে ফিরেছেন, রান করেছেন এবং (জাতীয় দলে ) প্রত্যাবর্তন করেছেন।" অপর এক ট্যুইটে লিখেছেন, "এখন আমূল পরিবর্তন ঘটেছে, যেখানে ফর্মের বাইরে থাকার জন্য বিশ্রামে পাঠানো হয়। এটি অগ্রগতির কোনও উপায় নয়। দেশে এত প্রতিভা রয়েছে, কিন্তু খেলার সুযোগ পায় না। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার অনিল কুম্বলেও অনেক ম্যাচে বাইরে বসেছিলেন। বড় স্বার্থের জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।"

কোহলির এই দুর্দিনে অবশ্য পাশে পেয়েছেন রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "যে প্লেয়ার বছরের পর বছর ধরে ভালো খেলে এসেছেন, তিনি এক আধটা সিরিজ খারাপ খেললে বা কিছু দিন খারাপ সময় চললে, তাঁর বাকি কেরিয়ারটা ভুলে গেলে চলবে না। কোহলি কোয়ালিটি প্লেয়ার। আর ভারতীয় দলে কোয়ালিটি প্লেয়ারদেরই সুযোগ দেওয়া হয়।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in