

১৯ বছর বয়সী আফগান ফুটবলার জাকি আনওয়ারির দেহাবশেষ পাওয়া গেল প্লেনের চাকায়। আফগানিস্তানের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উড়ে আসা এই বিমান কাতারের দোহাতে নামার পর সেখানেই বিমানের চাকার সঙ্গে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে চিহ্নিত করা হয়।
আফগানিস্তানের প্রতিশ্রুতিবান ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সে দেশের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস-এর জেনারেল ডিরেক্টর। বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, তালিবানিদের কাবুল দখলের পর জাকি আনওয়ারিও অন্য অনেক আফগান নাগরিকের মতই দেশ ছেড়ে পালাতে চেয়েছিলো।
ফ্রান্স২৪ ডট কমের প্রতিবেদন অনুসারে হাইস্কুল ছাত্র এবং দেশের জাতীয় জুনিয়র ফুটবল দলের খেলোয়াড় জাকি আনওয়ারিকে হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়েতে ছুটতে দেখা গেছিলো। ডেইলিমেল ইউকে জানিয়েছে, তিনি আমেরিকান বিমানের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে জড়িয়ে গেছিলেন। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ইউএস সি-১৭ বিমানের হুইল ওয়েল থেকে তাঁর দেহের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। গত সোমবার হামিদ কারজাই বিমানবন্দর থেকে এই বিমান কাতারের দোহার উদ্দেশ্যে উড়ে যায়।
জাকি আনওয়ারির ফুটবল দল খোরোসান লায়ন্স জানিয়েছে হামিদ কারজাই বিমানবন্দরে এক ইউএস সি-১৭ বিমানের পাশে সোমবার তাঁকে শেষ দেখা গেছিলো। যে সময় আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালানোর জন্য বিমানবন্দরে ভিড় করেছিলেন।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন