খেলার মুহূর্ত
খেলার মুহূর্তছবি সংগৃহীত

AFC Cup U-23: পেনাল্টি থেকে UAE-র শেষ মুহূর্তের গোলে হারের মুখ দেখলো ভারত

ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের জয় এনে দিয়েছেন আব্দুল্লা ইদ্রিস।

বুধবার দুবাইয়ের ফুজাইরাহ স্টেডিয়ামে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে ইউএইর কাছে ১-০ গোলে হেরেছে ভারত। ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের জয় এনে দিয়েছেন আব্দুল্লা ইদ্রিস। ঘটনাক্রমে, গতরাতে গ্রুপ ই'র অন্য যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ কিরগিয়াজ রিপাবলিকের বিরুদ্ধে একইরকম ভাবে জয় তুলে নিয়েছে ওমানের অনুর্ধ্ব-২৩ দল। ম্যাচের শেষ মুহূর্তে আরশাদ আল আলওয়াই পেনাল্টি থেকে গোল করে ওমানকে জয় এনে দেন।

যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়ে ছিলো ভারত। সেই দলে মাত্র একটি পরিবর্তন এনে ইউএইর বিরুদ্ধে প্রথম একাদশ সাজান ইগোর স্টিম্যাক। ইউএইর বিপক্ষে মাঝ মাঠ আরও শক্তিশালী করতে অনিকেত যাদবের পরিবর্তে লালেংমাওইয়াকে নিয়ে শুরু করে ভারত। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে সমানে সমানে লড়াই চালিয়ে যান। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ভারত। মাঝে মাঝে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও বেশিরভাগ সময়টা ডিফেন্সিভ ফুটবল খেলতে দেখা যায় তাদের।

ম্যাচের বয়স যখন ৮২ মিনিট তখন সুরেশ বক্সের মধ্যে ফেলে দেন আলি সালহেকে। রেফারি ইঙ্গিত দেন পেনাল্টির। সুযোগের সদ্ব্যবহার করে ডিফেন্ডার আব্দুল্লা ইদ্রিস ডেডলক ভাঙেন। প্রথম ম্যাচে কিরগিয়াজ রিপাবলিকের বিরুদ্ধে ২-১ গোলে হেরে আসা সংযুক্ত আরব আমিরশাহী দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায়।

গ্রুপ ই-এর দ্বিতীয় ম্যাচ ডে'র শেষে চার দলেরই ঝুলিতে রয়েছে সমান পয়েন্ট এবং চার দলেরই গোল পার্থক্য সমান। চারটি দলই দুই ম্যাচে মোট দুটি গোল করেছে এবং দুটি গোল হজম করেছে। আগামী ৩১ শে অক্টোবর ভারতীয় সময় রাত ঠিক দশটায় কিরগিয়াজ রিপাবলিকের অনুর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মাঠে নামছে ভারতের অনুর্ধ্ব-২৩ দল। একইদিনে সন্ধ্যা ৬ টা বেজে ২০ মিনিটে ওমানের মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in