AFC Cup: এটিকে মোহনবাগানকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু গোকুলাম কেরালার

ম্যাচের ৮০ মিনিটের মাথায় ফ্রী-কিক থেকে সরাসরি গোল করে এটিকেকে জাগিয়ে তোলেন লিস্টন কোলাসো। তবে এরপর চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি বাগান শিবির।
গোকুলাম কেরালা
গোকুলাম কেরালাছবি সৌজন্যে গোকুলাম কেরালা এফসি ট্যুইটার হ্যান্ডেল

মহামেডান স্পোর্টিংকে হারিয়ে সদ্য রেকর্ড গড়ে টানা দ্বিতীয় বার আই-লিগ ঘরে তুলেছে গোকুলাম কেরালা। বুধবার এএফসি কাপের ম্যাচে বাংলার পরাশক্তি এটিকে মোহনবাগানকেও হারালো তারা। এএফসি কাপের অভিষেক ম্যাচে সবুজ-মেরুনদের ৪-২ গোলে পর্যুদস্ত করে জয় তুলে নিয়েছে গোকুলাম। দুটি গোল করে এবং একটি গোলে অ্যাসিস্ট করে এই ম্যাচে আলো ছড়িয়ে গেলেন গোকুলামের স্লোভেনিয়ান স্ট্রাইকার লুকা মাজসেন।

এই ম্যাচে প্রথমার্ধে এটিকে মোহনবাগান বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। দাপট দেখান লিস্টন কোলাসো, মনবীর সিং, রয় কৃষ্ণারা। তবে গোলের খাতা খুলতে পারেননি। গোকুলামও প্রথমার্ধে কোনো গোলের মুখ দেখেনি। দ্বিতীয়ার্ধের ৫০ থেকে ৬৫ মিনিটের মধ্যে গোলের ঝড় ওঠে। এটিকে-মোহনবাগানকে এই সময়ে ৩-১ গোলে পেছনে ফেলে গোকুলাম।

৫০ মিনিটের মাথায় গোকুলামকে প্রথম এগিয়ে দেন লুকা মাজসেন। তবে এই গোলের লীড বেশিক্ষণ থাকেনি। দুই মিনিট পরেই কোলাসোর পাস থেকে এটিকে মোহনবাগানের হয়ে সমতা ফেরান তারকা ডিফেন্ডার প্রীতম কোটাল। আবার এই সমতাও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেরিনার্সরা। মহামেডানের বিরুদ্ধে গোকুলামকে লীড এনে দেওয়া রিশাদ এই ম্যাচেও গোল করে এগিয়ে দেন দলকে। ৬৫ মিনিটের মাথায় আবার গোল আসে। মেরিনার্সদের রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে গোকুলামকে ৩-১ গোলে এগিয়ে দেন লুকা মাজসেন।

পিছিয়ে পড়লেও হাল ছাড়ছিলো না সবুজ-মেরুনরা। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ফ্রী-কিক থেকে সরাসরি গোল করে এটিকেকে জাগিয়ে তোলেন লিস্টন কোলাসো। তবে এরপর চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি বাগান শিবির। উল্টে সাবস্টিটিউট হিসাবে নামা জিতিন এমএস ৮৯ মিনিটের মাথায় গোকুলামকে আরও এগিয়ে দেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in