এশিয়ান কাপের দল ঘোষণা স্টিমাচের, ২৬ জনের দলে দুই প্রধানের কারা সুযোগ পেলেন?

People's Reporter: ২৬ জনের এই দলে কলকাতার দুই প্রধানের ন’জন খেলোয়াড় রয়েছেন। সাতজন মোহনবাগান সুপার জায়ান্টের ও দু’জন ইস্টবেঙ্গল এফসি-র।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিসৌজন্যে Indian Football Team টুইটার হ্যান্ডেল

কাতারে আসন্ন এএফসি এশিয়ান কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। শনিবারই ভারতীয় দল পৌঁছে যাবে দোহায়। সেখানেই এশিয়ার সেরা আন্তর্জাতিক ফুটবলের আসরে নামার চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবেন তাঁরা। তার আগে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিলেন ক্রোয়েশিয়ান কোচ। এর মধ্যেই চূড়ান্ত এগারো নিয়ে এশিয়ান কাপের ম্যাচগুলিতে দল নামাবেন তিনি।

২৬ জনের এই দলে কলকাতার দুই প্রধানের ন’জন খেলোয়াড় রয়েছেন। সাতজন মোহনবাগান সুপার জায়ান্টের ও দু’জন ইস্টবেঙ্গল এফসি-র। মোহনবাগান থেকে সুযোগ পাওয়া সাত ফুটবলার হলেন বিশাল কায়েথ, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং মনবীর সিংহ। ইস্টবেঙ্গলের দু’জন হলেন লালচুংনুঙ্গা এবং নাওরেম মহেশ সিংহ। 

এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপে অংশ নিতে চলেছে ভারত। এ বার তাদের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি, ভারতীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটায়, প্রতিপক্ষ ফিফা ক্রমতালিকায় বর্তমানে ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে রাত আটটায়। এই দুটি ম্যাচই হবে আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি, বিকেল পাঁচটায় সিরিয়ার বিরুদ্ধে, আসস খোরের আল বায়েত স্টেডিয়ামে। সিরিয়া ও উজবেকিস্তান ফিফা ক্রমতালিকায় যথাক্রমে ৯১ ও ৬৮ নম্বরে রয়েছে।

দল ঘোষণা করে কোচ স্টিমাচ বলেন, “আমাদের দলের খেলোয়াড়রা দক্ষতার দিক থেকে প্রায় সবাই সমমানের। আমাদের দল আসলে একটা পরিবারের মতো। সেখানে প্রতিভা বড় কথা নয়। চারিত্রিক দৃঢ়তা না থাকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়”।

একাধিক বিষয়ে দলের উন্নতি চান স্টিমাচ। তিনি বলেন, “আমাদের এখনও রক্ষণের সঙ্ঘবদ্ধ হওয়া, আক্রমণের জন্য ওঠা ও দ্রুত নেমে আসা এবং সেট পিস নিয়ে আরও কাজ করতে হবে। বক্সের মধ্যে ম্যান-মার্কিংয়ে আরও উন্নতি দরকার। কারণ, আমি দলের পারফরম্যান্সের এই জায়গাটা নিয়ে খুশি নই। গত কয়েকটা ম্যাচে নিজেদের বক্সে প্রতিপক্ষকে অনর্থক গোল করতে দিয়েছি আমরা।”

প্রতিপক্ষদের নিয়ে ভারতীয় দলের কোচ বলেন, “আমাদের প্রতিপক্ষরা টেকনিক ছাড়াও শারীরিক ভাবেও শক্তিশালী এবং যথেষ্ট গতিময়। তাই তিনটি ম্যাচেই আমাদের রণনীতি প্রায় একই থাকবে। এখন আমাদের খেলোয়াড়দের ফিটনেস কী জায়গায় রয়েছে, তা পরীক্ষা করে আগামী দু’সপ্তাহে আরও উন্নতি করতে হবে।"

স্টিমাচের ঘোষিত ভারতীয় দলের রয়েছেন -

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কয়েথ।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিষ বোস।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং।

ফরোয়ার্ড: ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কানোলি প্রবীণ (কেপি), সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in