ICC World Cup 23: বিশ্বকাপে এই তারকা স্পিনারকে ভারতীয় দলে নেওয়ার পরামর্শ দাদার

সৌরভের মতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে একজন রিস্ট স্পিনারের প্রয়োজন। আর তিনি হলেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বকাপে তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন বিসিসিআই-র প্রাক্তন প্রেসিডেন্ট।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

আর মাত্র তিন মাসের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে পর্দা উঠবে আইসিসি ওডিআই বিশ্বকাপের। ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে ক্রীড়াসূচী। নিশ্চিত হয়ে গিয়েছে ৯ দল। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিনের আইসিসি ট্রফির খরা কাটাতে বিশ্বকাপ জয়ের জন্য বিসিসিআই-কে এবার বড় পরামর্শ দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের তুরুপের তাস হতে পারেন এই রিস্ট স্পিনার। কার কথা বলছেন সৌরভ?

সৌরভের মতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে একজন রিস্ট স্পিনারের প্রয়োজন। আর তিনি হলেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বকাপে তাঁকে খেলানোর পরামর্শ দিচ্ছেন বিসিসিআই-র প্রাক্তন প্রেসিডেন্ট। সৌরভ বলেন, "রবি বিষ্ণোই, কুলদীপ যাদবের মতো স্পিনার রয়েছে ঠিকই। তবে চাহালের দিকে নজর রাখতেই হবে। ২০ ওভার হোক বা পঞ্চাশ ওভার, ছোটো ফরম্যাটে ধারাবাহিকতা দেখিয়েছে চাহাল। ওর দিকে বিশেষ নজর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। বড় টুর্নামেন্টে ও দলে জায়গা পায় না।"

২০১১ সালে ভারতীয় দলে ছিলেন পীযূষ চাওলা। ভালো বোলিং করেছিলেন তিনি। সৌরভের কথায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার ম্যাচে একজন রিস্ট স্পিনার পার্থক্য গড়ে দিতে পারে। ২০০৭ সালের প্রসঙ্গ টেনে গাঙ্গুলি বলেন, "২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের দলে ফাস্ট বোলারদের সাথে রিস্ট স্পিনার ছিল। ভারতীয় কন্ডিশনে একজন রিস্ট স্পিনার রাখাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি।"

এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন যুজি চাহাল। এরপরেই ভারতের প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট বিশেষজ্ঞরা আসন্ন বিশ্বকাপে যুজবেন্দ্র চাহালকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরব হয়েছেন। ২০১৯ বিশ্বকাপের ভারতীয় দলে ছিলেন যুজি। বেশ সফলও হয়েছিলেন তিনি। ৮ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। এবার দেশের মাটিতে যুজিকে দলে রাখার পরামর্শ দিলেন সৌরভ।

সৌরভ গাঙ্গুলি
The Ashes: বেয়ারস্টোর আউট নিয়ে সমালোচনার শিকার ক্যারি, অজি তারকার পাশে অশ্বিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in