৫০০০ মিটারে ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ক্যালিফোর্নিয়ায় নতুন জাতীয় রেকর্ড অবিনাশ সাবলের

১৯৯২ সালে বার্মিংহ্যামে ১৩ মিনিট ২৯.০৭ সেকেন্ডে ৫০০০ মিটার পূর্ণ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন বাহাদুর প্রসাদ। ক্যালিফোর্নিয়ায় অবিনাশ এই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছেন ১৩ মিনিট ২৫.৬৫ সেকেন্ড।
অবিনাশ সাবলে
অবিনাশ সাবলেছবি সংগৃহীত

৩০ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙে ৫০০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়লেন ভারতীয় দৌড়বিদ অবিনাশ সাবলে। ক্যালিফোর্নিয়ায় সান জুয়ান ক্যাপিস্ট্রানোতে সাউন্ড রানিং ট্র্যাক মিটে বাহাদুর প্রসাদের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নজির গড়লেন অবিনাশ। এর সাথে সাথেই একমাত্র ভারতীয় হিসেবে তিনটি পৃথক বিভাগে জাতীয় রেকর্ডের মালিক হলেন মহারাষ্ট্রের এই দৌড়বিদ।

১৯৯২ সালে বার্মিংহ্যামে ১৩ মিনিট ২৯.০৭ সেকেন্ডে ৫০০০ মিটার পূর্ণ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন বাহাদুর প্রসাদ। ক্যালিফোর্নিয়ায় অবিনাশ এই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছেন ১৩ মিনিট ২৫.৬৫ সেকেন্ড।

তবে এই প্রতিযোগীতায় পদক জিততে পারেননি সেনা জওয়ান অবিনাশ। ১২ নম্বর স্থানেই শেষ করতে হয়েছে তাঁকে। টোকিও অলিম্পিক্সে ১৫০০ মিটার বিভাগে সোনা জয়ী জ্যাকব ইঙ্গেব্রিগটসেন এই মিটে সোনা জিতেছেন। নরওয়েজিয়ান রানার ৫০০০ মিটার পূর্ণ করতে সময় নিয়েছেন ১৩ মিনিট ২.০৩ সেকেন্ড।

ইউএসএ মিটে পদক না জিতলেও অবিনাশের এই পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে এশিয়ান গেমস মেডেলের। ভারতীয় অ্যাথলেটিক্সের প্রধান কোচ রাধাকৃষ্ণান নায়ার সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা অবিনাশকে এশিয়ান গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজ এবং ৫০০০ মিটার উভয় ক্ষেত্রেই ফিল্ড করার পরিকল্পনা করছি কারণ তার উভয় ইভেন্টেই পদকের সুযোগ রয়েছে।" যদিও করোনা মহামারীর কারণে আপাতত ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে এশিয়ান গেমস।

উল্লেখ্য, ৫০০০ মিটারে নতুন রেকর্ড গড়ে একমাত্র ভারতীয় হিসেবে তিনটি পৃথক বিভাগে জাতীয় রেকর্ডের মালিক হলেন অবিনাশ। হাফ ম্যারাথনে জাতীয় রেকর্ডের পাশাপাশি তাঁর প্রাথমিক ইভেন্ট ৩০০০ মিটার স্টিপলচেজেও জাতীয় রেকর্ড রয়েছে সাবলের ঝুলিতে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in