অস্ট্রেলিয়ান ওপেনের আগে খেলোয়াড় ও কর্মীদের দু'সপ্তাহের কোয়ারেন্টাইন

অস্ট্রেলিয়ান ওপেনের আগে খেলোয়াড় ও কর্মীদের দু'সপ্তাহের কোয়ারেন্টাইন
ছবি অস্ট্রেলিয়ান ওপেনের ট্যুইটার হ্যান্ডেল থেকে

আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে এই টুর্নামেন্টে নামার আগে খেলোয়াড় এবং কর্মীদের দু সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার কারণ করোনা আক্রান্ত হয়েছেন দুজন সদস্য।

আগামী ৮ ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিলম্বিত অস্ট্রেলিয়ান ওপেনের আগে মেলবোর্নে পৌঁছে যাচ্ছেন প্রায় ১,২০০ খেলোয়াড় এবং কর্মী। তার আগেই প্যাবলো কিউভাস এবং সান্তিয়াগো গঞ্জালেজ একটি চিঠিতে জানিয়েছে শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে আগত এক ফ্লাইটে দুজন করোনা পজেটিভ হয়েছেন।

চিঠির একাংশে বলা হয়েছে, "দুর্ভাগ্যক্রমে, আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা জানানো হয়েছে ১৫ ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৫ টা ১৫ তে লস অ্যাঞ্জেলেস থেকে মেলবোর্নে পৌঁছানো QR7493 ফ্লাইটে দুজন Covid-19 পিসিআর টেস্টে পজেটিভ হয়েছেন।"

জানা গিয়েছে দুই পজেটিভ আক্রান্তের একজন হলেন ক্রু মেম্বার এবং অন্য একজন অংশগ্রহণকারী, তবে তিনি খেলোয়াড় নন।

ইতিমধ্যেই চিফ হেলথ অফিসার ফ্লাইটটি পর্যালোচনা করেছেন এবং স্থির করেছেন যে বোর্ডে থাকা প্রত্যেককেই আলাদা করতে হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in