একজন প্রকৃত চ্যাম্পিয়ন সবসময়ই চ্যাম্পিয়ন থাকে - আলি দাইয়ের অভিনন্দনের উত্তরে রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অভিনন্দন জানালেন এশিয়ান ফুটবল সেনসেশন ইরানের আলি দাই। বুধবার ইউরো ২০০০-এ গ্রুপ লীগের খেলায় গোল করে আলি দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আলি দাই ও রোনাল্ডো
আলি দাই ও রোনাল্ডোফাইল ছবি উইকিপিডিয়ার সৌজন্যে

তাঁর রেকর্ড স্পর্শ করায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অভিনন্দন জানালেন এশিয়ান ফুটবল সেনসেশন ইরানের আলি দাই। বুধবার ইউরো ২০০০-এ গ্রুপ লীগের খেলায় ফ্রান্সের বিরুদ্ধে গোল করে আলি দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গতকালই ৩৬ বছর বয়সী রোনাল্ডো তাঁর ১৭৮ তম আন্তর্জাতিক ম্যাচে পেনাল্টি থেকে গোল করে আলি দাইকে ছুঁয়ে ফেলেন। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এক পোস্টে আলি দাই রোনাল্ডোকে অভিনন্দন জানিয়ে লেখেন – রোনাল্ডো এখন পুরুষদের সর্বাধিক গোল স্কোরারের আন্তর্জাতিক রেকর্ড থেকে মাত্র ১ গোল দূরে।

তিনি আরও লেখেন – আমি রোনাল্ডোর সঙ্গে এক আসনে থাকতে পেরে গর্বিত। ফুটবলের গ্রেট চ্যাম্পিয়ন যিনি বিশ্বজুড়ে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এর আগেও একাধিকবার রোনাল্ডোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দাই। রোনাল্ডো যদি তাঁর রেকর্ড ভাঙে তাহলে তিনি সবচেয়ে খুশি হবেন বলেও তিনি জানিয়েছিলেন। তিনি মনে করেন জুভেন্তাস তারকা রোনাল্ডো লিওনেল মেসি এবং দিয়েগো মারাদোনার থেকেও বড়ো ফুটবলার।

আলি দাই ও রোনাল্ডো
Sunil Chetri: জোড়া গোলের দৌলতে পিছনে ফেললেন লিওনেল মেসিকে

প্রসঙ্গত, ১৯৯৩ থেকে ২০০৬ সময়কালে মোট ১৪৯টি আন্তর্জাতিক ম্যাচে ১০৯ গোল করে এতদিন গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন ইরানের এই স্ট্রাইকার।

আলি দাইয়ের অভিনন্দনের উত্তরে রোনাল্ডো জানিয়েছেন, একজন প্রকৃত চ্যাম্পিয়ন সবসময়ই চ্যাম্পিয়ন থাকে। যে সম্মান আপনি আমায় দিয়েছেন তার জন্য আমি গর্বিত। ধন্যবাদ আলি দাই।

উল্লেখ্য ইউরো ২০০০-এ শেষ ষোলোয় প্রবেশ করেছে রোনাল্ডোর পর্তুগাল। আগামী রবিবার নক আউট পর্বে বেলজিয়ামের মুখোমুখি হবে পর্তুগাল। রোনাল্ডোর সামনে সুযোগ থাকছে ইউরো ২০০০-এই আলি দাইকে ছাপিয়ে যাওয়ার।

- with IANS input

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in