

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বিচারে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্নমিউনিখের পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি। আগেই ২০২০ উয়েফা বর্ষসেরা ফুটবলারের সম্মান উঠেছে লেভার হাতে। এবার আরও এক নতুন পালক লাগলো তাঁর মুকুটে। ভোটের নিরিখে বর্ষসেরার তালিকায় দ্বিতীয় হয়েছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তৃতীয় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
২০২০ সালের ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের য়ুর্গেন ক্লপ।অন্যদিকে বার্নলির বিরুদ্ধে দুরন্ত গোলের জন্য বর্ষসেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন টটেনহ্যামের সন হিউং মিন।
গত মরশুমটা স্বপ্নের মতো কেটেছে লেভানডফস্কির। ফিফা বর্ষসেরার জন্য হট ফেভারিট ছিলেন তিনিই। ক্লাবের হয়ে ৪৭ ম্যাচে করেছেন ৫৫ গোল।গত মরশুমে বায়ার্নের হয়ে অংশগ্রহণ করা প্রত্যেক টুর্নামেন্টেই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। উয়েফা চ্যাম্পিয়নস লীগ, বুন্দেশলিগার পাশাপাশি বায়ার্নের হয়ে জিতেছেন ডিএফবি পোকাল, জার্মান সুপার কাপ এবং উয়েফা সুপার কাপ। তাই ফিফা বর্ষসেরার তকমা যে লেভনডস্কির মুকুটে লাগবে তা কার্যত আগে থেকেই নিশ্চিত ছিলো ফুটবল বিশ্ব।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন