২০২০র গোল্ডেন বয় জিতলেন বরুসিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার আর্লিং ব্রুট হলান্ড

আর্লিং ব্রুট হলান্ড
আর্লিং ব্রুট হলান্ড ফাইল ছবি সংগৃহীত
Published on

গত মরশুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে স্বপ্নের ফর্মে ছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রুট হলান্ড। সালজবার্গ থেকে বুরুশিয়াতে আসার পর ফুটবল বিশ্বে নজর কেড়েছেন এই তারকা। গত মরশুমে সব মিলিয়ে করেছেন ৪৪ টি গোল। আর তারই স্বীকৃতি স্বরূপ ২০২০ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন হলান্ড। গত বছর এই সম্মান উঠেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদের পর্তুগীজ তারকা জোয়াও ফেলিক্সের হাতে।

ইতালির দৈনিক তুতুস্পোর্ট মরশুমে অনুর্ধ্ব ২১ বছরের সেরা তারকাকে বেছে নেয় এই সম্মানের জন্য। এবার বার্সেলোনার আনসু ফাতি, বায়ার্ন তারকা আলফান্সো ডেভিস, সতীর্থ জ্যাডন স্যাঞ্চোদের পেছনে ফেলে গোল্ডেন বয় সম্মান জিতে নিলেন আর্লিং হলান্ড।

এই তালিকায় হালান্ডের পরে রয়েছেন বার্সা আনসুমান ফাতি। তৃতীয় স্থানে চ্যাম্পিয়ন লীগ জয়ী বায়ার্নের আলফান্সো ডেভিস। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে বুরুশিয়ার ইংলিশ স্ট্রাইকার জ্যাডন স্যাঞ্চো এবং রেনের মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা।

শীর্ষ দশে বাকি পাঁচজন হলেন জুভেন্তাসের ডেজান কুলুসেভস্কি, ম্যাঞ্চেস্টার সিটির ফিল ফোডেন, রেড বুল তারকা ডমিনিক জবসলাই, আর্সেনালের বুকজায়ো সাকা এবং রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in