
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগান। করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমস্ত ম্যাচ। যদিও আগ্রহী ফুটবলপ্রেমীদের জন্য আইএসএল ২০২০-র লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করছে জিও টিভি। এছাড়াও ডিসনি+ এবং হটস্টারেও এবারের আইএসএল-এর সমস্ত খেলা দেখা যাবে।
গোয়া থেকে সরাসরি সমস্ত আইএসএল ম্যাচ প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে। যেদিন দুটি করে ম্যাচ থাকবে সেদিন সম্প্রচার শুরু হবে বিকেল ৫টা থেকে।
২০২০-২১-এর হিরো আইএসএল-এর অফিসিয়াল ব্রডকাস্টিং সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আইএসএল-এর ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস বাঙলা ১ সহ একাধিক স্টার স্পোর্টস চ্যানেলে।
জিও টিভিতে আইএসএল দেখার জন্য জিও টিভি অ্যাপ ইন্সটল করতে হবে। ডিজনি+ এবং হটস্টারের ক্ষেত্রে ভিআইপি প্যাক অথবা প্রিমিয়াম প্যাক সাবস্ক্রাইব করতে হবে।
আগামী ২৭ নভেম্বর আইএসএল-র কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। গোয়ার তিলক ময়দান স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচটিও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন