২০ নভেম্বর থেকে আইএসএল - জিও টিভি, হটস্টার, ডিজনি+-এ সরাসরি সম্প্রচার

ফাইল ছবি সংগৃহীত
ফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগান। করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমস্ত ম্যাচ। যদিও আগ্রহী ফুটবলপ্রেমীদের জন্য আইএসএল ২০২০-র লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করছে জিও টিভি। এছাড়াও ডিসনি+ এবং হটস্টারেও এবারের আইএসএল-এর সমস্ত খেলা দেখা যাবে।

গোয়া থেকে সরাসরি সমস্ত আইএসএল ম্যাচ প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে। যেদিন দুটি করে ম্যাচ থাকবে সেদিন সম্প্রচার শুরু হবে বিকেল ৫টা থেকে।

২০২০-২১-এর হিরো আইএসএল-এর অফিসিয়াল ব্রডকাস্টিং সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আইএসএল-এর ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস বাঙলা ১ সহ একাধিক স্টার স্পোর্টস চ্যানেলে।

জিও টিভিতে আইএসএল দেখার জন্য জিও টিভি অ্যাপ ইন্সটল করতে হবে। ডিজনি+ এবং হটস্টারের ক্ষেত্রে ভিআইপি প্যাক অথবা প্রিমিয়াম প্যাক সাবস্ক্রাইব করতে হবে।

আগামী ২৭ নভেম্বর আইএসএল-র কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। গোয়ার তিলক ময়দান স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচটিও।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in