

ইউএস ওপেনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছালেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। গতকাল স্ট্রেট সেটে যুক্তরাষ্ট্রের শেলবি রজারসকে হারিয়ে সেমিতে পৌঁছালেন তিনি। এই নিয়ে তিন বছরে দুবার ইউএস ওপেনের টিকিট পেলেন নাওমি।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে এদিন প্রতিদ্বন্দ্বী শেলবি রজারসকে ৬-৩ ও ৬-৪ গেমে পরাস্ত করেন দু'বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ওসাকা। ১ ঘন্টা ২০ মিনিটের এই ম্যাচে সারাক্ষণই নিজের খেলার ওপর নিয়ন্ত্রণ রাখেন তিনি।
সেমিফাইনালে নাওমি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির। কাজাকস্তানের য়্যুলিয়া পুতিনসেভাকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ব্র্যাডি।
সেইসঙ্গে পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনালে পৌঁছালেন জার্মানির আলেক্সান্ডার জভেরভ। ক্রোয়েশিয়ার বুর্না করিককে ১-৩ সেটে হারিয়ে সেমিতে তিনি।
প্রথম সেটে করিক ৬-১ গেমে এগিয়ে যায়। কিন্তু এরপর দুটি টান টান উত্তেজনার সেটে ট্রাইবেকারে জয় পায় জভেরভ। চতুর্থ সেটে ৬-৩ ব্যবধানে করিককে পরাস্ত করে সেমির টিকিট পান জার্মান তারকা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন