
বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই কোণঠাসা ভারত। কুনম্যান-লিওনের ঘূর্ণিতে ড্রিংকসের আগেই ভারতের অর্ধেক ব্যাটার সাজঘরে ফিরে গিয়েছেন। ৪৫ রানে টিম ইন্ডিয়া হারিয়ে ফেলেছে ৫ উইকেট। কুনম্যান নিয়েছেন ৩ উইকেট, ২ টি উইকেট নিয়েছেন নাথান লিওন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। শুবমানের সাথে ব্যাট করতে নেমে মাত্র ১২ রান করেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। দলগত স্কোর ২৭ রানে ভারত হারায় প্রথম উইকেট। এরপর ধস নামে ব্যাটিং অর্ডারে।
দলগত স্কোর ৩৪ রানের মাথায় শুবমানকে (২১) ফেরান কুনম্যান। চেতেশ্বর পূজারা লিওনের শিকার হয়ে ফিরে যান ব্যক্তিগত ১ রানে। রবীন্দ্র জাদেজাও দাঁড়াতে পারেননি। ১০.৫ ওভারে নাথান লিওনের বলে কুনম্যানের হাতে ধরা পড়েন জাড্ডু। ৯ বলে ৪ রান করেন তিনি।
পরের ওভারেই ভারতকে আরও একটি বড় ধাক্কা দেন কুনম্যান। জাদেজার পর ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ারকে রানের খাতা না খুলতে দিয়েই সাজঘরের রাস্তা দেখান। পরে টড মার্ফির বলে ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। দুই অজি স্পিনারের ঘূর্ণিতে একপ্রকার নাস্তানাবুদ ভারত শিবির। ব্যাট করছেন অক্ষর প্যাটেল (৪*) সঙ্গে রয়েছেন শ্রীকর ভরত (১০*)। বিরাটের কাঁধে এখন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ৭৫ রান।
ভারতের প্রথম একাদশ - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ -
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরান গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিওন, টড মার্ফি ও ম্যাথিউ কুনম্যান।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন